স্টার জলসার সিরিয়াল "এখানে আকাশ নীল" বন্ধ হওয়ার ঘোষণা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল পরে গেছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিনিয়ত দর্শকরা সুইসাইড করার হুমকি দিচ্ছে চ্যানেলকে। গত মাসেই জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সিরিয়ালের ২৫০ এপিসোড পালন করা হয়। কিন্তু তার মধ্যে কি এমন ঘটলো যে হঠাৎই বন্ধের কথা ভাবতে হলো নির্মাতাদের? যদিও চ্যানেলের পক্ষে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি।
আসলে সিরিয়াল বন্ধ হয়ে গেলে সিরিয়ালের চরিত্র হিয়া এবং উজান এর জুটি (হিয়ান) কে আর দেখতে না পাওয়ার কথা ভেবেই ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। দর্শকদের প্রশ্ন, অনেক বাজে সিরিয়াল চালিয়ে যাচ্ছে চ্যানেল। সেখানে এমন হিট সিরিয়াল, হিট জুটি এদের কেনো হঠাৎ বন্ধ করে দেওয়া হবে?
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
আর এখানেই থেমে নেই দর্শকরা। তারা বলছেন হিয়ান কে তারা কোনোভাবেই হারাতে চায় না। এমনকি তাদের থেকে হিয়ান-কে কেড়ে নিলে তারা আত্মহত্যার পথ বেছে নিতে পিছপা হবেন না।
কোনো সিরিয়ালকে নিয়ে মানুষের এমন আবেগ দেখা যায়নি আগে কখনও। আর এই আবেগের কারণ বলতে গিয়ে মনোবিদরা বলছেন, লকডাউনে ঘরে থেকে মানুষ কিছু জিনিসকে খুব নিজের করে নিয়েছিল। যেগুলো তাদের ভালো থাকার সঙ্গী হয়ে গিয়েছিল। এখন সেগুলো সরিয়ে নিলে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। ওদের একটা আবেগের বন্ধন হয়ে গেছে ওই সিরিয়ালের সাথে।
এখন দেখার, এতো প্রতিবাদের পরেও কি চ্যানেল নিজের সিদ্ধান্তে অটল থাকে?