করোনা ভাইরাস (Corona Virus) সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে গিয়ে অসহায় হয়ে পড়েছে ভারতবাসী। সবকটি রাজ্যের মত বাংলাতেও দাবানলের মত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে অনেক টলি পরিচালক বা অভিনেতা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার গায়ক অনীক ধর (Aneek Dhar) কোভিড আক্রান্ত রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। আসলে কোন পরিবারে বাড়ির সবাই যদি সংক্রমিত হয়ে যায় তাহলে তাদের বাজার দোকান কি করে হবে বা তাদের রান্না কি করে হবে এই ভেবেই শুধুমাত্র করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন গায়ক। আজ অর্থাৎ বুধবার থেকে তিনি ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাব ও এইএমপিএলের সহায়তায় করণা আক্রান্তদের বাড়িতে দুপুর এবং রাতের পুষ্টিকর খাবার সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।
এই প্রসঙ্গে গায়ক অনীক ধর বলেছেন, "প্রথমত আমরা ১৫ জনকে খাবার পাঠাবো। ভালোবাসা পেলে নিশ্চয়ই 'বন্ধু আছি' উদ্যোগ আরও বড় করব।" এই উদ্যোগে এখন দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত খাবার সরবরাহ করা হবে। পরিষেবা পেতে গেলে করোনা রিপোর্ট ও আধার কার্ড সহ ৯৩৩০৩৬৬৫৪০ নম্বরে ফোন করতে হবে। তারপর চিকিৎসকদের নির্দেশমতো স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে সেই খাবার প্যাকেট বন্দি করে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চাহিদা বাড়লে বড় রেস্তোরাঁর সাথে যোগাযোগ করে পরিষেবা বাড়ানো হবে।