সোমবার অর্থাৎ আজ সকালেই প্রয়াত হন বর্ষীয়ান গায়ক - অভিনেতা শক্তি ঠাকুর। তাঁর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে খবরটি দেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৮ বছর। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে দুঘন্টার মধ্যেই প্রয়াত হন তিনি। তারপরেই মেহুলি তাঁর বাবার মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টটি করেন।
শক্তি ঠাকুরের আরও এক কন্যা বিখ্যাত গায়িকা মানালি ঠাকুর তিনি বর্তমানে সুইজ্যার ল্যান্ডে আছেন। বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি শক্তি ঠাকুর গানের জগতে পা রাখেন ১৯৭৬ সালে তপন সিংহের 'হারমোনিয়াম' ছবিতে নেপথ্য গায়ক হিসাবে। তারপর একের পর এক ছবিতে গান করে নিজের স্বাক্ষর রেখেছেন। এছাড়াও দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা ছবিতে তাঁর অভিনয় মনে রাখার মত। এর আগেও একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেবার সামলে নিলেও এবারে লড়াইয়ের ময়দান ছাড়লেন তিনি। তারার দেশে গিয়ে ভালো থাকুন। তাঁর প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম।