দেশ থেকে বিদেশ কিংবা টলি থেকে বলিউড (Bollywood) ছাড়াও একাধিক ভাষায় সুরেলা জাদুতে মাতিয়ে রেখেছেন অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
সঙ্গীতজগতে এককথায় রাজ করছেন তিনি। তাঁর কর্মজীবন থেকে দূরে সরে গায়িকার ব্যক্তিগত জীবনে নজর দিলে দেখা যাবে, গতবছর মা হয়েছেন তিনি। দেখতে দেখতে এক বছরে পা দিল শ্রেয়ার পুত্র দেবয়ান।
স্বামী শিলাদিত্য এবং ছেলে দেবয়ানকে কোলে নিয়ে একাধিক ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রেয়া। আবেগঘন হয়ে শ্রেয়া ঘোষাল লিখেছেন, "শুভ প্রথম জন্মদিন আমাদের ছোট্ট ছেলে। দেবয়ান ওরফে নিরবু (ডাকনাম), তুমি আমাদের অভিভাবক হিসেবে জন্ম দিয়েছ এবং বুঝিয়েছ জীবনটা অনেক সুন্দর আনন্দ ও ভালোবাসায় ভরা।"
উল্লেখ্য, ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক শিলাদিত্যকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী শ্রেয়া। গতবছর তাঁদের কোল আলো করে এসেছে দেবয়ান।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    