একজনের স্কুলের গণ্ডি পার করতে অনেক পাহাড় পর্বত অতিক্রম করতে হবে, আর একজন তাঁর কর্মক্ষেত্রে সমস্যার পাহাড় অতিক্রম করতে ব্যস্ত! এই দুজনের, প্রথমজন হলেন ছোট্ট মেয়ে, মিনি (Mini), এবং দ্বিতীয়জন হলেন মিনির মাসি, তিতলি (Titli)! দুজনের সামাজিক অবস্থানের আকাশ পাতাল দূরত্ব! তবুও, দুজনের মধ্যে নানান প্রতিকূলতা, জীবনের অসংলগ্নতা থেকে কিভাবে যেন একটা অগাধ আশ্বাসের সেতু তৈরি হয়েছে! আর এই আঁকড়ে ধরার সেতুটিই, তাঁদেরকে জুড়ে রেখেছে, শক্তিশালী করে তুলেছে পারিপার্শ্বিক কাঠিন্যের হাত থেকে লড়াই করে নেওয়ার জন্য। কথা হচ্ছে, মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং অয়ন্না চ্যাটার্জী (Ayanna Chatterjee) অভিনীত, আসন্ন ছবি 'মিনি'কে (Mini) নিয়ে।
এই ছবির প্রচারকে কেন্দ্র করে, অভিনেত্রী মিমির তরফ থেকে এল একটি নতুন 'অফার' (Offer)! সম্প্রতি মিমি তাঁর সামাজিক মাধ্যম (Social Media), ইনস্টাগ্রামে (Instagram) নিজের একটি বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি অনুগামীদের উদ্যেশ্যে বলছেন, তাঁদেরও যদি কোন এমন বিশেষ বন্ধুত্বের গল্প থাকে, তাহলে আর দেরি না করে, সেই বন্ধুকে নিয়ে তাঁরা যেন 'মিনি' ছবির কোন গানে, '#MiniReelContest' সহযোগে রিল (Reel) বানিয়ে ফেলেন, এবং সেই রিল 'ট্যাগ' (Tag) করতে হবে স্বয়ং অভিনেত্রীকে। যাঁদের ভিডিও সেরা হবে, তাঁরা পেতে পারেন এই পর্দার মাসি-বোনঝি জুটির সঙ্গে, একদিন লাঞ্চ করার সুযোগ!
পর্দায় নয়, বাস্তবেও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং 'মিনি'র চরিত্রে অভিনয় করা অয়ন্না, হয়ে উঠেছেন একে অপরের পরিপূরক। প্রায়ই দেখা যাচ্ছে তাঁদের একসঙ্গে মুহুর্ত যাপনে অংশীদার হতে। সম্প্রতি তাঁরা, কসবা রথতলা মেলায় গিয়ে, মেতে উঠেছিলেন আনন্দে। মিমিও একেবারে তাঁর 'বন্ধু'টির সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে, একের পর এক মজা নিয়ে গেছেন। কখন একসঙ্গে রাইড চড়া, কখনো ফুচকার কামড়, কখনো বা বেলুন ফাটানো! অয়ন্নার সঙ্গে আরও একবার শৈশবে ফিরে যেতে পেরে, আপ্লুত স্বয়ং অভিনেত্রী!
মৈনাকের সঙ্গে মিমির এটি প্রথম কাজ! শিশু অভিনেত্রী, অয়ন্নাকে, এর আগে 'করুণাময়ী রানী রাসমণি' (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকের মা সারদার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ছবিটি আগামী ৬ মে মুক্তি পাবে। ছবিটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, কমলিকা ব্যানার্জী (Kamalika Banerjee) , মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty), সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik) প্রমুখ।