তিনি তো বলেইছিলেন, যদি কোনও জিনিসকে কেউ মন থেকে চান, তাহলে সর্বশক্তিমান তাঁকে সেই জিনিসের অধিকার পাইয়েই ছাড়েন। প্রথম জীবন তাঁর শুরু হয়, রেস্তোঁরার সামান্য কর্মচারী হিসেবে। আজ, তিনি বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে চতুর্থ স্থানে নাম লিখিয়েছেন। বলিউডের 'বাদশা' শাহরুখ (Shah Rukh Khan) খানের জীবন চরিত, ঠিক যেন রূপকথাকেও হার মানায়।
'ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স' (World Of Statistics) দ্বারা প্রকাশিত একটি সমীক্ষায় উঠে এসেছে, বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে প্রথম পাঁচেই রয়েছে বলিউড সম্রাটের নাম। তাঁর স্থান চতুর্থ। জেরী সিনফেল্ড (Jerry Seinfeld), টেইলর পেরী (Tyler Perry) এবং ডোয়াইন জনসনের (Dwayne Johnson) পরই নাম আমাদের 'বাজিগর' এর। সবচেয়ে বড় বিষয়, টম ক্রুজের (Tom Cruise) মত প্রভাবশালী অভিনেতাকে ছাপিয়ে গেছেন কিং খান। শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ, ৭৭০ মিলিয়ন ডলার। সেখানে টম ক্রুজ কিংবা জ্যাকি চ্যানের (Jackie Chan) মত অভিনেতার সঞ্চয়ে রয়েছে যথাক্রমে, ৬২০ মিলিয়ন ডলার এবং ৫২০ মিলিয়ন ডলার।
অভিনয় ছাড়াও, 'কলকাতা নাইট রাইডার্স' (Kolkata Knight Riders) এর মালিকানা হোক কিংবা নিজস্ব ভিএফএক্স (VFX Company) কোম্পানির দায়িত্ব নেওয়া, এমনকি বিভিন্ন নামী দামী ব্র্যান্ডের মুখপাত্র হওয়ার মত বিভিন্ন ক্ষেত্রে শাহরুখ নিযুক্ত রয়েছেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি 'পাঠান' (Pathaan)।