নিজের বিলাসবহুল বাসভবন 'মন্নত' (Mannat , Mumbai ) ছেড়ে শেষমেশ ভাড়ার বাড়িতে থাকবেন কিং খান শাহরুখ ( Shahrukh Khan , Shah Rukh Khan Bollywood )। শোনা যাচ্ছে, চলতি বছরেই নিজের বাসভবন ছাড়বেন তিনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সারা জীবনের জন্য নয়, পর্যটকদের অন্যতম আকর্ষণ 'মন্নত'-এ চলবে সংস্কারের কাজ। তাই সংস্কারের কাজ চলাকালীন শাহরুখ সহ তাঁর গোটা পরিবারকে থাকতে হবে অন্যত্র।

সূত্রের খবর, সংস্কারের কাজ শেষ হতে সময় লাগতে পারে দুই বছর। আর ততদিন মুম্বইয়ের পালি হিলের একটি বিলাসবহুল আবাসনে থাকবেন শাহরুখ ও তাঁর পরিবার। শোনা যাচ্ছে বিলাসবহুল এই আবাসনের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন শাহরুখ, যে কারণে মাস গেলে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে।
বর্তমান অভিনেতা ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'কিং' নিয়ে। এই ছবিতেই প্রথম বার শাহরুখ-কন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।