সোশ্যাল মিডিয়ায় (Sandy Saha Controversial Post) জনপ্রিয় ইউটিউবার হওয়ার দরুণ, একেবারে জনপ্রিয়তার শীর্ষে আছেন স্যান্ডি সাহা (Sandy Saha)। নেতিবাচক কমেন্টকে দূরে সরিয়ে রেখে কিভাবে খবরের শিরোনামে থাকতে হয় তা ভালই জানেন তিনি। প্রায়শ'ই তিনি বিতর্কে জড়িয়ে পড়েন নিজের কর্মকান্ডের জেরে।
কখনও ব্রাবন্তী চট্টোপাধ্যায় সেজে কখনও আবার কালবৈশাখী ব্যানার্জী সেজে, বারংবার হাসির খোরাক হয়েছেন তিনি। আবার কখনও নাইটি পরে এয়ারপোর্টে, কখনও গাঙ্গুবাই সেজে কলকাতার বুকে, কখনও আবার মা ফ্লাইওভারে 'ইউপি বিহার' নাচ করে কটাক্ষের মুখে পড়েছেন স্যান্ডি। তবু নেই বিরক্তি। বলাবাহুল্য, লাইমলাইট স্রেফ তাঁর দিকে।
বর্তমানে থাইল্যান্ডের পাটায়াতে আছেন স্যান্ডি। আর সেখানেই নাইটি পরে, টাইগার পার্কে গিয়ে বাঘের সঙ্গে ভিডিও বানিয়েছেন তিনি। মুহুর্তেই ভাইরাল সেই ভিডিও। একদিকে যেমন বিদেশের মাটিতে বাংলায় কথা বলার জন্য প্রশংসিত হয়েছেন স্যান্ডি। অন্যদিকে, নিজের কর্মকান্ডের জন্য হাসির খোরাক হয়েছেন তিনি। অনেকেই মন্তব্য করেছেন, এমন পোশাক পরে এভাবে আচরণ করলে ভারতীয়দের নিয়ে কী ভাবনা হবে?