গতবছর ওটিটিতে মুক্তি পেয়েছিল 'সম্পূর্ণা'। বেশ ঝড় তুলেছিল এই পর্বটি। এবার আসছে 'সম্পূর্ণা ২', দর্শকদের উত্তেজনা তুঙ্গে। নন্দিনী এবং সম্পূর্ণার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে নতুন সিজনের গল্প। যদিও আছে টুইস্ট। তবে বদল আসেনি চরিত্রে। আগের সিজনের মতোই সম্পূর্ণার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার এবং নন্দিনীর চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে।
আগের সিজনে ছিল নন্দিনী'র সংগ্রাম। এবার সেই পরিপ্রেক্ষিতেই আসছে সম্পূর্ণার জীবন সংগ্রামের ছবি।
২৯ সেপ্টেম্বর ওটিটিতে স্ট্রিমিং হবে 'সম্পূর্ণা ২'। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। এই সিরিজে রাজনন্দিনী পাল ও সোহিনী সরকার ছাড়াও অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল, লাবণী সরকার, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।