পুজো মিটেছে। "কাছের মানুষ" সিনেমার প্রচার পর্বও শেষ। বর্তমানে সগৌরবে প্রেক্ষাগৃহে চলছে দেব-প্রসেনজিৎ-ইশা অভিনীত "কাছের মানুষ"। পুজোর মাঝেই 'নিজের কাছের মানুষ'কে নিয়ে ঘুরতে গেলেন দেব। প্রকাশ্যে না বললেও একথা ঠিক, দেব-রুক্মিনী একসঙ্গেই গিয়েছেন গ্রিসে ঘুরতে।
নবমীতেই রুক্মিনী মৈত্র একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, "ফ্লাইট মোড অন"। ছবিতে দেখা গিয়েছিল, সাধারণ পোশাক এবং নো মেকআপ লুকেই প্লেনের সিটে বসে আছেন তিনি। সঙ্গে একগাল হাসি। ঘুরতে যাওয়ার আনন্দ যেন তার চোখে-মুখে।

গ্রিসের সান্তোরিনি, মাইনোকোসে ছুটি কাটাচ্ছেন তারকা জুটি। শেয়ার করেছেন একের পর এক ছবি। যদিও একত্রে ছবি দেননি রুক্মিনী-দেব।
রুক্মিনীর এই ছবিগুলি কে তুলে দিয়েছেন? তার উত্তর নেটিজেনরাও জানে। জানে না শুধু দেব। তাই তো রুক্মিনীর এই ছবিতে স্বয়ং দেব কমেন্ট করেছেন, "নাইস ক্লিক"। উত্তরে রুক্মিনীও বলেছেন, "আই নো"।
প্রসঙ্গত, এর আগেও একসঙ্গে মালদ্বীপেও বেড়াতে গিয়েছিলেন দেব-রুক্মিনী। গিয়েছিলেন নরওয়েতেও। সম্পর্ক নিয়ে এখন আর কোনও রাখঢাক নেই দু’জনের। তবে প্রকাশ্যে মুখও খোলেননি কেউই।