৭ এপ্রিল, ২০২৫
বিনোদন

চুয়াল্লিশ বছরে পা দিলেন 'ভার্সেটাইল' ঋত্বিক চক্রবর্তী

সেদিনের 'পাগল প্রেমী'র আজকের রাজলক্ষ্মীর 'শ্রীকান্ত' হয়ে ওঠার সফরকে ফিরে দেখা
Ritwick yellow Bengali News
instagram.com/ritwickchak_
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ২২:২৫

ছোটো থেকে থিয়েটার প্রেমী ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) 'পাগল প্রেমী' (Pagol Premi) ছিল তাঁর অভিনয় জীবনের প্রথম স্তম্ভ। একটি ত্রিকোণ প্রেমকে নিয়ে গড়ে ওঠা এই ছবিটিতে ঋত্বিকের সঙ্গে ছিলেন, অর্পিতা মুখার্জী(Arpita Mukherjee), যশ দাসগুপ্ত (Yash Dasgupta) প্রমুখ।

প্রদীপ্ত ভট্টাচার্যের (Pradipta Bhattacharya), 'বিশ্বাস নাও করতে পারেন' (Biswas Nao Korte Paren) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই মূলত ঋত্বিক চক্রবর্তীর অভিষেক হয়েছিল। এরপর আস্তে আস্তে ,তার মুকুটে পালক যুক্ত করতে থাকে, অঞ্জন দত্তের (Anjan Dutta) 'চলো লেটস গো' (Chalo Let's Go), অভিজিৎ গুহ (Abhijit Guha), সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) 'ক্রস কানেকশন' (Cross Connection)ইত্যাদি।

২০১৩ সালটি ছিল ঋত্বিকের জন্য 'সোনার কাঠি'র ছোঁয়া। এই বছর তাঁর অভিনীত ছয়টি ছবি মুক্তি পায়। ২০১৪ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Gangopadhyay) পরিচালিত, এক ফলি আর্টিস্ট তারকের নির্মম পরিণতি নিয়ে তৈরি 'শব্দ'(Shabdo) ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ারে, সেরা অভিনেতার পুরস্কার পান।

২০১৪ সালেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায়, 'নির্বাক' (Nirbaak)ছবিটিতে ঋত্বিক, সুস্মিতা সেনের (Sushmita Sen) বিপরীতে অভিনয় করেন। বলা বাহুল্য, সুস্মিতার মত দাপুটে অভিনেত্রীর পাশে, ঋত্বিকের অস্তিত্ব যথার্থই ভাস্বর ছিল।

এরপর একের পর এক পালক জুড়তে থাকে রাজার মুকুটে। 'আসা যাওয়ার মাঝে' (Asha Jaoar Majhe), 'বিবাহ ডায়েরিজ' (Bibaho Diaries), 'মাছের ঝোল' (Maacher Jhol),  'জ্যেষ্ঠ পুত্র' (Jyesthoputro), 'তারিখ' (Tareekh), 'পরিণীতা' (Parineeta) ইত্যাদি

কৌশিক গঙ্গোপাধ্যায়ের গতানুগতিক সীমা লঙ্ঘন করা ছবি, 'নগরকীর্তন'(Nagarkirtan),  ঋত্বিক চক্রবর্তীর জীবনে, সাফল্যের অন্যতম দোসর। ছবির শেষ দৃশ্যে তিনি, তাঁর সমকামী মৃত 'প্রেমিক' এর যে জীবন যাপনকে বেছে নিয়েছিলেন, সে দৃশ্যে চোখ ভেজেনি এমন মানুষ কম।

সৃজিত মুখোপাধ্যায়ের 'ভিঞ্চি দা' (Vinci da) ছবিটিতে, খল চরিত্রের জন্য তিনি পুরস্কৃত হন। ২০১৭ এ 'মাছের ঝোল' ছবিটির জন্য সেরা অভিনেতা এবং ২০১৯ এ 'জ্যেষ্ঠপুত্র' ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পান। কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleshwar Mukhopadhyay) পরিচালিত 'দ্য হাঙ্গার আর্টিস্ট' (The Hunger Artist) স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য, সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মানে ভূষিত হন ঋত্বিক।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'শ্রীকান্ত' এর নস্টালজিয়াকে কাজে লাগিয়ে, প্রদীপ্ত ভট্টাচার্যের 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' (Rajlokkhi O Srikanto) ছবিটিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। বলা বাহুল্য, শ্রীকান্তের ভূমিকায় তাঁকে যথাযথ মানিয়েছিল। সম্প্রতি এক ছন্নছাড়া, বাউন্ডুলে, ক্ষ্যাপাটে 'ডিফেক্টিভ' থুড়ি, 'ডিটেকটিভ' ক্রাইমথ্রিলার 'গোরা' (Gora) তে নামভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সংস্কৃতি মহলে।

২০১১ সালে তিনি বিবাহ করেন তাঁর সহ অভিনেত্রী, অপরাজিতা ঘোষ দাসকে (Aparajita Ghosh Das)। স্ত্রী ও পুত্র সহযোগে ঋত্বিকের এখন ভরাট সংসার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra