সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ জনপ্রিয় এবং সক্রিয় তারকাদের মধ্যে অন্যতম ঋতাভরী চক্রবর্তী (Bong Crush Ritabhari Chakraborty)।
প্রায়শই নিজের অনুগামীদের সঙ্গে পোল কিংবা কিউএনএ সেশনে জুড়ে থাকেন তিনি। 'ফোনের ওয়ালপেপার কী?' থেকে 'দিদি সম্প্রতি কোন বই পড়েছ?' একাধিক প্রশ্ন হুড়মুড়িয়ে পরে অভিনেত্রীর 'ডিরেক্ট মেসেজে' (DM)। এতে বিরক্তি নয়, বরং বেশ উপভোগ করেন আপনাদের 'ললিতা'।
ঋতাভরী, যিনি অন্যান্য তারকাদের থেকে কিছুটা ভিন্ন। নিজের জীবনে সমস্ত খুঁটিনাটি বিষয় তিনি সবসময় শেয়ার করে নেন সকলের সঙ্গে। যেন অনুগামীরাও তাঁর পরিবারের অঙ্গ।
এবারেও তার অন্যথা হল না। অনুগামীদের Rapid Fire প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। সবটাই চলল ইনস্টাগ্রামে।
সেখানেই এক অনুগামী দেখতে চেয়েছিলেন ঋতাভরীর ছোটবেলার ছবি। যেমন কথা তেমন কাজ। অভিনেত্রীও প্রকাশ্যে আনলেন নিজের ছোটবেলার ছবি। স্কুল জীবনের ছবিও আছে। দেখুন তো চিনতে পারছেন কিনা-