টলিউডে এবার নতুন জুটি। রুপোলি পর্দায় এই প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং অভিনেতা জিতু কমল। আসছে 'আপনজন'। ১৫ মে থেকে শুরু হতে চলেছে এই ছবির শুটিং। অংশুমান প্রত্যুষের এই ছবি গল্প বলবে দুই সিঙ্গেল প্যারেন্টসের।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি ১৫ কেজির ওপর ওজন কমিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। এই ছবিতে ঋতাভরী যেমন সিঙ্গেল মাদার হিসেবে সামনে আসবেন তেমনই জিতুকেও দেখা যাবে সিঙ্গেল ফাদারের ভূমিকায়।
দু’জনের প্রেম হবে ঠিকই। তবে গতানুগতিক ছবির মতোন এই ছবি একেবারেই নয়। বরং অভিভাবকত্ব নিয়ে 'আপনজন' সামনে আনবে অন্য ধাঁচের ছবি।