বড়দিনের আমেজ সল্টলেকের আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ-এ। প্রতিবারের মতোন এবারেও কচিকাচাদের সঙ্গে 'প্রি ক্রিসমাস' উদযাপনে হাজির টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বলাবাহুল্য, দুর্গাপুজো থেকে শিশুদিবস, ক্রিসমাস কিংবা নিউইয়ার, সমস্ত উৎসবের দিনগুলিতে ঋতাভরীর সঙ্গী হয়ে ওঠে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ স্কুলের পড়ুয়ারা। শত ব্যস্ততার মধ্যেও অভিনেত্রী ভোলেন না তাঁদের কথা।
এই বছরেও একই ছবি। 'ক্রিসমাস ট্রি' নিয়ে পড়ুয়াদের মাঝে হাজির ঋতাভরী চক্রবর্তী। কর্মব্যস্ততার মাঝেই চলল উদযাপন।
অভিনেত্রী অনুগামীদের জন্য ভাগ করে নিয়েছেন সে ছবি। বলাবাহুল্য, মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী। কাজেই এই স্কুলের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক দীর্ঘ দিনের। এই স্কুলে যেসব শিশুরা আছেন, তাঁরা বিশেষভাবে সক্ষম। তাঁদের প্রত্যেকের যাবতীয় দায়িত্ব, সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী ঋতাভরী চক্রবর্তী। তাঁদের জন্য লাইব্রেরির ব্যবস্থা হোক কিংবা বড়দিনে সান্তাক্লজ সেজে উপহার দেওয়া কিংবা তাদের পুজোর মজা সব আবদারই পূরণ করেন ঋতাভরী। আজও অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা মিলল সেই ছবি।