থিয়েটারকে নতুন ছন্দে ফেরাতে আগামী ১৫ই নভেম্বর থেকে স্টার জলসা মুভিজে আসতে চলেছে 'থিয়েট্রিক্যাল সিনেমা'। রাত ৮টা থেকে টিভির পর্দায় দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। এখানে যে নাটকগুলি দেখানো হবে সেগুলো একদিকে যেমন থিয়েটার হিসেবে মঞ্চে সফল হয়েছিল, অন্যদিকে বড়পর্দাতেও সমান ভাবে জনপ্রিয়। চারদিনে যে চারটি নাটক দর্শকরা দেখতে পারবেন সেগুলি হল - "অ্যান্টনী কবিয়াল", "ব্যাপিকা বিদায়", "জয় মা কালী বোর্ডিং", "শ্রীমতী ভয়ঙ্করী"। তবে চমকের এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউস 'নাইডিয়াস'। চারটি নাটকই পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। অ্যান্টনী ফিরিঙ্গির জীবন কাহিনি অবলম্বনে তৈরি "অ্যান্টনী কবিয়াল" দিয়ে এই অনুষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। এই নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। সৌদামিনীর চরিত্রে রয়েছেন শাঁওলী চট্টোপাধ্যায়। খরাজ মুখার্জী রয়েছেন ভোলা ময়রার চরিত্রে। এছাড়াও নীল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিশ্বনাথ বসু প্রমুখ অভিনেতাদেরও দেখতে পাওয়া যাবে।
হিমাচলপ্রদেশের এক গেস্ট হাউসে মৃত্যু, তদন্তে পুলিশ
VOGUE-এর টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ও কভারেও রয়েছে কে কে শৈলজার ছবি
উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ ৫০ হাজার কর্মচারী
এ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, নাটক এবং সিনেমার মিশেলের এক অদ্ভুত স্বাদ পাবেন দর্শকেরা।যেহেতু এই নাটকগুলি বড়পর্দায় ও ভীষণ ভাবে সফল ফলে চ্যানেলকে রাজি করাতে কোন সমস্যাই হয়নি। তবে একটা প্রশ্ন থেকেই যায় যে অ্যান্টনী কবিয়ালের চরিত্রে প্রসেনজিৎ নয় কেন? কারণ 'জাতিস্মর' এ এই অ্যান্টনী ফিরিঙ্গির চরিত্রে তিনিই অভিনয় করেন। সূত্রের খবর, এই চরিত্রটিতে অভিনয় করতে হলে গান এবং অভিনয় দুটোই করতে হবে, তারজন্য সাহেব চট্টোপাধ্যায় উপযুক্ত।
চ্যানেল কতৃপক্ষ জানায়, থিয়েটার কে নতুন আঙ্গিকে উপস্থাপন করার উদ্যেগ কতটা সফল হয় এখন সেটাই দেখার অপেক্ষা।