ড্রাগ মামলায় অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার সকালে বোম্বে হাইকোর্ট তাঁর জামিনের আর্জি মঞ্জুর করলো। ১ লক্ষ টাকার বন্ডে সই করে তবেই জামিন পেলেন রিয়া। সাথে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে পুলিশের কাছে। গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে গেলে নিতে হবে পুলিশের থেকে অনুমতি। দেশের বাইরে যেতে লাগবে আদালতের অনুমতি।
গত ৮ সেপ্টেম্বর ড্রাগ মামলায় রিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর মাঝে বারবার জামিনের আর্জি খারিজ হলেও গ্রেফতারের এক মাসের মাথায় এসে জামিন পেলেন অভিনেত্রী। যদিও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে রিয়াকে।
একইসাথে জামিন পেলেন দীপেশ সবন্ত এবং স্যামুয়েল মিরান্ডার। ৫০ হাজার টাকার বন্ডে সই ও পাসপোর্ট জমা রাখার বিনিময়ে এঁদের জামিন মঞ্জুর করলো বোম্বে হাইকোর্ট। কিন্তু জামিনের আর্জি খারিজ হয়ে গেল রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং আবদুল পরিহারের।