২ এপ্রিল, ২০২৫
বিনোদন

সাংস্কৃতিক বৈষম্যকে কেন্দ্র করে সন্তানের জন্য মায়ের অদম্য লড়াই, রুপোলি পর্দায় ফুটবে বাস্তব

রানী মুখার্জী অভিনীত অসীমা চিব্বরের 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি হয়ে উঠবে সাংস্কৃতিক বৈষম্যের দলিল

কলকাতার অনুরূপ ভট্টাচার্য এবং সাগরিকা ভট্টাচার্য, কর্মসূত্রে দুই সন্তানকে নিয়ে পাড়ি দেন সুদূর নরওয়ে। ছোট্ট দুই দুধের শিশুকে নিয়ে ভালই দিন কাটছিল মা বাবার। আর পাঁচজন অভিভাবকের মতই, হিন্দু সংস্কৃতিতে যথার্থ লালন পালন করছিলেন ভট্টাচার্য দম্পতি তাঁদের সন্তানদের। কিন্তু কে জানত, এই সংস্কৃতিই বিদেশ বিভুঁইয়ে গিয়ে তাঁদের জীবনে বিপর্যয় ডেকে আনবে? নরওয়ে সরকার প্রদত্ত কিছু পর্যবেক্ষক জানান, সঠিক উপায়ে মানুষ হচ্ছে না অনুরূপ এবং সাগরিকার সন্তান। রয়েছে যথাযথ অভিভাবকত্বের অভাব। উপায়? মা বাবার থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আলাদা থাকতে হবে এই একরত্তি শিশুগুলিকে। মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হয় সন্তানদের। শুরু হয় সন্তানদের ফিরে পাওয়ার জন্য মায়ের লড়াই। এই ঘটনাটি 'স্ক্রিপ্টেড' ছিল না, বাস্তবেই ঘটেছিল বেশ কিছু বছর আগে। পরিচালক অসীমা চিব্বর (Ashima Chibber) সাগরিকার এই লড়াইকেই আলোকপাত করতে চলেছেন তাঁর আসন্ন ছবি 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) তে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জী (Rani Mukherji) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। রানীর চরিত্রের নাম দেবিকা চ্যাটার্জী। স্বামী এবং দুই সন্তান শুভ ও সূচীকে নিয়ে তাঁর ভরাট সংসার। কিন্তু আকস্মিক বিপর্যয় যে তাঁদের দোরগোড়ায় কড়া নাড়ছিল, টের পাননি চ্যাটার্জী দম্পতি। নরওয়ে সরকারের প্রেরণ করা কিছু পর্যবেক্ষক তাঁদের রোজনামচা পর্যবেক্ষণ করে জানান, শিশুকে যথাযথ লালন করছেন না দেবিকা। হাতে করে খাইয়ে দেওয়া থেকে একসঙ্গে নিয়ে শোওয়া, এমনকি কালো টিকা পরানোর মত অনুপযুক্ত পারিপার্শ্বিকতায় তাঁরা মানুষ করছেন সন্তানকে। তাই বাবা মায়ের থেকে আলাদা রাখলেই নাকি ঠিকমত মানুষ হবে শুভ এবং সূচি। আসলে, সাংস্কৃতিক বৈষম্যকে অস্ত্র করে, কিছু অসৎ ব্যবসায়ীর এক প্রকার ব্যবসা হয়ে ওঠে এটি। যার মাশুল গুনতে হয় ছোট শিশু থেকে তার অভিভাবকদের।

সন্তানদের কাছছাড়া করে অসহায় দেবিকার শুরু হয় অদম্য লড়াই। এমনকী নরওয়ের নাগরিকত্ব অর্জনের জন্য পিপাসু তাঁর স্বামীও, এই লড়াইয়ে স্ত্রীয়ের পাশে দাঁড়ান না। ভারত থেকে নরওয়ে, দু জায়গার আদালতের দ্বারস্থ হন একাকিনী মা। হিন্দু সংস্কৃতি কেন্দ্রিক মাতৃস্নেহকে নরওয়ে সরকার আখ্যা দেন 'মানসিক ভারসাম্যহীন' এর পরিচয়ে। জটিল হয়ে ওঠে দেবিকার লড়াই। কিন্তু তিনি দমে যান না। এগোতে থাকেন তাঁর লড়াইকে দোসর করে। কিন্তু এই লড়াইয়ের পরিণতি কী হবে, তার জন্য অবশ্যই ১৭ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবি মুক্তির তারিখ সেই দিনই। ইতিমধ্যে ছবির প্রথম ঝলক সাড়া ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। রানীকে একেবারেই ছাপোষা বাঙালি গৃহবধূর চরিত্রে দেখা গেছে। বাঙালিদের জন্য বিশেষ চমক থাকবে, বলিউডে প্রথমবারের জন্য অনির্বাণের উপস্থিতি। এছাড়াও ছবিতে বিশেষ ভূমিকায় আছেন নীনা গুপ্ত (Neena Gupta), জিম সরভ (Jim Sarbh) প্রমুখ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun