১৮ ডিসেম্বর, ২০২৪
বিনোদন

নিন্দুকের মুখে ছাই! রণবীর-আলিয়ার বিয়েতে সামিল টলি অভিনেত্রী দেবলীনা কুমার!

বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং নিয়ে, মজলো টেলি পাড়া!
Devlina Alia Ranbir Bengali News
instagram.com/devlinakumar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১২:৩৭

অয়ন মুখার্জীর (Ayan Mukerji) 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) সেটে, দানা বেঁধেছিল তাঁদের রসায়ন। বিভিন্ন দোলাচলের পর, অবশেষে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যদিও তাঁদের বিয়ের তারিখে প্রথম থেকেই ঘটে চলেছে অদল বদল। সম্প্রতি নিরাপত্তার কারণে তারিখ পরিবর্তন করা হলেও, সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ এপ্রিলই যে হতে চলেছে তাঁদের শুভ পরিণয়ের দোসর, সে ঠারেঠোরে বুঝে গেছিলেন আপামর জনতা। কথা হচ্ছে, রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিবাহ নিয়ে।

বলিউডের এই 'বিগ ফ্যাট ওয়েডিং'কে নিয়ে কল্পনা, জল্পনা, তরজা, কিছুরই অভাব ছিলনা। আজ তাঁদের বিয়ে হিসেবে বাদ থাকলোনা টলিপাড়ায় রসিকতার আবহ! দেবলীনা কুমার (Devlina Kumar) থেকে জুন মালিয়া (June Maliah), কেউ বাদ যাননি 'রনলিয়া' জুটির বিয়ে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠতে। দেবলীনা কুমার তো ছবি পোস্ট করেছেন, বিয়ের মন্ডপ থেকেই! কি ভাবছেন, এতে হাসির কি হল? আসলে, সামাজিক মাধ্যমে (Social Media) তাঁর পোস্ট করা ছবিতে বিয়ের বেশে বাঙালি সাজে, নব দম্পতি রণবীর এবং আলিয়াকে দেখা গেলেও, আসলে তাঁরা নকল। আর মজা এখানেই। দেবলীনা তাঁর দুষ্টু মিষ্টি রসিক মনে এই ফাঁদটি বেশ ভালই পেতেছেন। দুজন যুবক যুবতীকে পরিয়েছেন রণবীর এবং আলিয়ার মুখোশ। আর তাঁদের ঘিরে রয়েছেন নকল বর পক্ষ এবং কনে পক্ষ, এবং তাঁদের মঙ্গলকামনায় স্বয়ং দেবলীনা।

অপরদিকে, স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক, 'গাঁটছড়া'র (Gantchhora) সেটে, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) সঙ্গে ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীদের এই বিয়ে নিয়ে মজায় মশগুল হতে দেখা গেছে। দেখা যাচ্ছে, অনিন্দ্য বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং শেষে, বিবাহে আমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার জন্য। অথচ তাঁর গাড়ির তেল শেষ। তাই 'অসহায়' হয়ে তিনি অভিনেত্রী জুন মালিয়ার কাছে সাহায্য চাইছেন। জুন জানান, এই বিয়ের জন্য নাকি খোদ নব দম্পতি তাঁদের জন্য প্রাইভেট যানের ব্যবস্থা করেছেন। এমন সময় ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা, অভিনেতা শুভ্রজিত দত্ত (Subhrajit Dutta) বলে ওঠেন, 'রণবীর কাপুর মানে মিন্টো পার্কে যাঁর শাড়ির দোকান?' এর আগে পর্যন্ত সকলেই সাবলীল ভাবে তাঁদের রসিকতাগুলি উপস্থাপন করেছিলেন। কিন্তু শুভ্রজিতের কথায় কেউ আর হাসি দমিয়ে রাখতে পারেননি। সবাই ফেটে পড়েন শুভ্রজিতের সেন্স অফ হিউমারে।

এদিকে কথামত বিবাহ যোগে বাধা পড়লেন রণবীর এবং আলিয়া। সাদা এবং সোনালীর মিশেলে আলিয়া, একেবারে রাজকন্যা। নজর কাড়ছেন, বর বেশে বলিউডের 'চকলেট বয়' রণবীর কাপুর। তিনিও সাদা শেরওয়ানিতে রাজপুত্রটি। বন্ধু এবং কাছের আত্মীয়দের সঙ্গে, তাঁদের পাঁচ বছরের প্রেমের সাক্ষী, চেম্বুরের ভিটেতেই তাঁরা নতুন অধ্যায়ের সূচনা করলেন। ঘন্টা খানেকের মধ্যেই তাঁদের ছবি সাড়া ফেলে দিয়েছে সংস্কৃতি মহলে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
২৮ সেপ্টেম্বর

গরম হোক বা শীত, বাচ্চার স্নান যেন না হয় বন্ধ

new born child
৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
৪ সেপ্টেম্বর

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

Ananya Shubman
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
৮ আগস্ট

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

Nachiketa
২৪ জুলাই

মাত্র চব্বিশ বছর বয়সেই "মা" হয়েছিলেন সুস্মিতা সেন

Sushmita Sen daughter