৪ এপ্রিল, ২০২৫
বিনোদন

Rakhi 2022 : বলিউডের এমন কিছু 'অনস্ক্রিন' ভাই-বোন জুটি, যাঁরা থেকে গেছেন দর্শকের হৃদয়ে

আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে রাখী বন্ধন উৎসব
Rakhi movie Bengali News
instagram.com/romancing_with_life_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১১ আগস্ট ২০২২ ৭:৫০

আজ ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে। কারণ, আজ যে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র রাখী বন্ধন (Rakhi Bandhan 2022) উৎসব। ভাইয়ের মঙ্গলকামনায় বোনেদের রক্ষাকবচ বেঁধে দেওয়ার দিন। আজকের এই বিশেষ দিনে তাই ফিরে দেখা যাক, বলিউডের এমন 'অনস্ক্রিন' কিছু ভাই-বোন জুটিকে, যাঁদের দর্শক মনে রেখেছেন আজও।

হরে রাম হরে কৃষ্ণ - সাল ১৯৭১, মুক্তি পেয়েছিল 'হরে রাম হরে কৃষ্ণ' (Hare Rama Hare Krishna) ছবিটি। জিনাথ আমনের (Zeenat Aman) 'দম মারো দম' কালজয়ী গানটিতে কোমর দোলাননি এমন ভারতবাসী কম। কিন্তু এই ছবিতেই, হারানো বোনের প্রতি ভাইয়ের দায়িত্ববোধও মন ছুঁয়ে যায় সকলের। ছোটবেলায় মা বাবার অনাদরে মাদকাসক্ত হয়ে ঘর ছাড়ে বোন। তাঁকে খুঁজতে মরিয়া হয়ে ওঠেন দাদা। বড় হয়ে পুলিশের পদে যোগদান করে, 'অস্বাস্থ্যকর' পরিবেশে বোনকে খুঁজে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় ছবির গল্প। দাদার চরিত্রে অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা দেবানন্দ (Dev Anand)।

ফিজা - কাশ্মীরের সন্ত্রাসবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ফিজা (Fiza) ছবির প্রেক্ষাপট। ঋত্বিক রোশনের (Hrithik Roshan) মত 'হেভি ওয়েট' নায়ক থাকলেও, এটি মূলত নারী কেন্দ্রিক ছবি ছিল। তাঁর দিদির চরিত্রে অভিনয় করেন করিশ্মা কাপুর (Karishma Kapoor)। অভিনেত্রীর সন্ত্রাসবাদীদের হাত থেকে, ভাইকে উদ্ধার করার যাত্রা ফুটে ওঠে এই ছবিতে।

জোশ - তাঁরা বলিউডের জনপ্রিয় 'অন স্ক্রিন' জুটি হলেও, জোশ (Josh) সিনেমায় তাঁদের ভাই বোন হিসেবে যুগলবন্দী কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল। শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) যতই পরবর্তিতে রোম্যান্টিক দম্পতির ভূমিকায় অভিনয় করুন না কেন, 'জোশ' এ তাঁদের একে অপরের প্রতি স্নেহ, খুনসুটি, আহ্লাদ একেবারে 'ন্যাচারাল' হয়ে ওঠে।

ধনক - অপুষ্টিতে আক্রান্ত দৃষ্টিহীন ভাইকে নিয়ে, ছোট্ট দিদির একটি আবেগঘন প্রেক্ষাপটের ওপর নির্মিত হয়েছিল 'ধনক' (Dhanak) ছবিটি। দুই ক্ষুদে শিল্পীর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। তাঁদের একে অপরের প্রতি বোঝাপড়া, একে অন্যের ঢাল হয়ে ওঠার প্রতিটা ক্ষণ, বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।

ইকবাল - প্রয়াত সঙ্গীতশিল্পী কেকের (KK) কণ্ঠে 'আশায়ে' গানটি মন ভালো করেনি, এমন মানুষ নেই। এই গানটি হল 'ইকবাল' (Iqbal) ছবির। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেন শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade), এবং তাঁর বোনের চরিত্রে শ্বেতা বসু প্রসাদ (Shweta Basu Prasad)। শ্রেয়সের চরিত্রটি ছিল গরীব ঘরের, বধির, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা এক কিশোরের। পারিপার্শ্বিকতা তাঁর সঙ্গ না দিলেও, তাঁর বোন ছিল তাঁর চলার পথের সঙ্গী। কোনও রকম পরিস্থিতিতে দাদাকে নিঃসঙ্গ করেনি সে।

কাই পো চে - এই ছবিতে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এবং অমৃতা পুরির (Amrita Puri) ভাই বোনের চরিত্রে অভিনয় দর্শকের মনে গেঁথে গেছে। দিদির প্রতি ভাইয়ের দায়িত্ববোধ, সচেতনতা, আদর খুনসুটিতে ভরাট এক সারল্য লক্ষ্য করা যায় তাঁদের সম্পর্কের রসায়নের ক্ষেত্রে।

দিল ধরকনে দো - রণবীর সিং (Ranveer Singh) এবং প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) 'দিল ধরকনে দো' (Dil Dhadakne Do) ছবিতে ভাই বোনের ভূমিকায় অভিনয় করেন। তাঁদের রসায়ন বেশ হৃদয়স্পর্শী হয়। কারণ তাঁদের মত হাজার হাজার মানুষ রয়েছেন যাঁরা নিজেদের ইচ্ছেকে পূরণ করতে অক্ষম হন পারিবারিক চাপে। কিন্তু সঙ্গে যদি তাঁর ঢাল হয়ে সহোদর বা সহোদরা দাঁড়ান, তবে যাত্রাপথ অনেক সোজা হয়ে ওঠে। রণবীর এবং প্রিয়াঙ্কার চরিত্রটি ঠিক এমনই ছিল।

সর্বজিত - ২০১৬ সালে মুক্তি পায় 'সর্বজিত' (Sarbjit) ছবিটি। এটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। নিরপরাধ ভাইয়ের কারাদণ্ডের প্রতিবাদ করে দিদি হয়ে ওঠেন ভাইয়ের শক্তির স্তম্ভ। তাঁর লড়াই উদ্বুদ্ধ করে দেশের প্রত্যেক মানুষকে। সর্বজিত এবং তাঁর দিদি দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করেন যথাক্রমে রণদীপ হুদা (Randeep Hooda) এবং ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।

ভাগ মিলখা ভাগ - এটিও একটি আত্মজীবনী। ভারতীয় ক্রীড়া জগতের তারকা মিলখা সিংয়ের (Milkha Singh) জীবন নিয়ে গড়ে ওঠে এই ছবি। নামভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার (Farhan Akhtar)। তাঁর দিদির চরিত্রে ছিলেন দিব্যা দত্ত (Divya Dutta)। ভাইয়ের চলার পথে সমস্ত প্রতিকূলতাকে ধুলিস্যাৎ করে, কিভাবে দিদি এগিয়ে নিয়ে গেছেন তাঁকে, সেই সকল মিষ্টি মধুর মুহূর্তের চিত্রায়ন ঘটেছে ছবিতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic
২৮ জানুয়ারি

পিকনিক স্পট থেকে নানান ছবি ভাগ করে নিয়েছেন পার্ণো

Parno Mitra picnic
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ জানুয়ারি

'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন সৌরভ দাস

Saurav Darsana wedding
৫ জানুয়ারি

বর্তমানে সোশ্যাল ভরেছে তাহসান এবং রোজার গায়ে হলুদ এবং বিয়ের ছবিতে

Tahsan Roja
৫ জানুয়ারি

কী হয়েছে কিয়ারার? এখন কেমন আছেন অভিনেত্রী?

Kiara new 1
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun