২০২১ নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখাকে (Patralekhaa Mitra) বিয়ে করেছিলেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। কাজেই জীবনে ছিল সুখের বাতাবরণ। আর তার মধ্যেই এল বাড়তি খুশি।
কোল আলো করে আসতে তাঁদের প্রথম সন্তান। সামাজিক মাধ্যমে অনুগামীদের সঙ্গে অভিনেতা ভাগ করে নিয়েছেন খুশির খবর। স্বাভাবিকভাবেই হইচই নেট দুনিয়ায়। ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স।
অভিনেতা লিখেছেন, "আমাদের সন্তান আসছে"। শুধু অনুগামীরা নন, রাজকুমারের পোস্টে অভিনন্দন জানিয়েছেন কিয়ারা আডবানি, ভারতী সিংহ, ঋদ্ধিমা কাপুর সাহানি, উর্ফি জাভেদ, তাহিরা কাশ্যপ, সোনম কাপুর, ভুমি পেডনেকার, বরুণ ধাওয়ান, হুমা কুরেশি, দর্শনা বণিক, দিয়া মির্জা সহ আরও অনেকেই।