ফের একবার শিরোনামে রাজ কুন্দ্রা (Raj Kundra)। এবার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পর্নোগ্রাফি ছবি কাণ্ডে যুক্ত থেকে বেআইনিভাবে আর্থিক লেনদেন করেছেন রাজ কুন্দ্রা, এই অভিযোগেই বৃহস্পতিবার রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পেশায় ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা রুজু করেছে আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ে তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, ২০২১ সালে জুলাই মাসে পর্ন কাণ্ডে রাজকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুইমাস জেল হেফাজতে ছিলেন তিনি। তদন্তকারীরা জানিয়েছিলেন, লকডাউনে পর্নোগ্রাফি ছবির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন রাজ। এই পর্নোগ্রাফি ছবি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে রোজগার করতেন রাজ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ কুন্দ্রা।
উল্লেখ্য, আপাতত পর্নোগ্রাফিকাণ্ডে জামিনে রয়েছেন রাজ কুন্দ্রা। গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানান, কাসিফ খান নামে এক ব্যক্তি তাঁর জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাঁদের সহকারী কাসিফ। বরং টাকা ফেরত চাইলে ভয় দেখিয়েছেন রাজ কুন্দ্রা।