প্রার্থী তালিকা ঘোষণার পরই, একুশের বিধানসভা ভোট জিততে পুরোদমে প্রচার চালাচ্ছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
বারাকপুরে রীতিমতো নিজের জমি শক্ত করতে ব্যস্ত রাজ চক্রবর্তী। শিশুদের কোলে নিয়ে চায়ের দোকানে আড্ডা দিতেও দেখা গেল তাঁকে। রাস্তায় নেমে মানুষের সঙ্গে গল্প করে, সেলফি তুলে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি।
কয়েকদিন আগে অর্থাৎ প্রচারের আগে পুরী মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা যায় রাজ শুভশ্রীকে।
প্রসঙ্গত মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। এরপর মে মাসে বাওয়ালি রাজবাড়িতে রাজকীয়ভাবে বিয়ে করেন রাজ ও শুভশ্রী।
করোনা আবহে গত বছরই জন্ম হয় তাঁদের প্রথম সন্তান যুভানের।
কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন রাজ চক্রবর্তী। তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করায় বেশ খুশি রাজ। তিনি জানিয়েছেন, ওই এলাকাতেই তাঁর বেড়ে ওঠা তাই এখানকার অলিগলি তাঁর বেশ ভালোই চেনা।