রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। প্রথম পরিচালককে বিঁধে তাঁর মন্তব্য, "আমার অবস্থাও সুশান্ত সিং রাজপুতের মতো হত…"। কেন আচমকাই এই কথার সূত্রপাত? আসলে কিছুই আচমকা নয়। সকলেরই জানা, রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে অভিনয়ের দরুন ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়ে উঠেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
তবে এই ছবি রিলিজের পরবর্তীকালে প্রথম সারির এক জনপ্রিয় সংবাদপত্রের পাতায় লেখা হয় রাহুলকে নিয়ে বিরূপ মন্তব্য। রাজ চক্রবর্তী বলেছেন, "রাহুলের মতো খারাপ ছেলে হয় না। একজন অসৎ ছেলে। আমি ভবিষ্যতে ওকে কোনও কাজে তো নেবই না। বরং আমি চাইব ওকে যেন কেউ কাজে না নেয়।"
অতীতের স্মৃতিচারণ করে রাহুল সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে জানায়, "তখন আমার বাবা বেঁচে। লক্ষ লক্ষ মানুষের কাছে সেই সংবাদপত্র যায়। সকলের সামনে উনি আমাকে অসৎ বলেন। এই শহরে একা স্ট্রাগল করে উঠেছি। এমন ঘটনার পর আমি ডিপ্রেশনে চলে যাই। সেইসময়ে আমার পরিবার মা-বাবা, স্ত্রী প্রিয়াঙ্কা যদি না পাশে দাঁড়াত, তাহলে শহরে আরেকটা সুশান্ত সিং রাজপুত হতে পারত।"
গত সপ্তাহেই রাজকে বিঁধে একটি পোস্টও করেন রাহুল।