আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। গুগল বলছে বয়স হল ৬১, গতকাল হইচই সিজন ৭ এর অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে নিয়েই কেক কাটেন তিনি। পরনে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'দশম অবতার'।
সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখ। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেল "আমি সেই মানুষটা আর নেই"।


