দুই দিনাজপুরের জনপ্রিয় গমীরা লোকনৃত্য এবার ফুটে উঠবে বড়পর্দায়। মুক্তি পেতে চলেছে ক্রাইম থ্রিলার 'ভামিনী'।

স্বর্ণায়ু মৈত্রের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার চরিত্রের লুক। গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি পেশায় কলেজের অধ্যাপিকা। রয়েছে নিজের নৃত্যদল। আর সেই দলের আড়ালেই লুকিয়ে টানটান উত্তেজনা। মুখোশের আড়ালে অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে লড়াই চলে এই নৃত্যদলের।



ছবিটি নারীকেন্দ্রীকতার আঙিনায় বেড়ে উঠলেও, অভিনয় করেছেন তথাগত মুখোপাধ্যায় এবং মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল। এর আগে তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন তিনি। বালুরঘাটে 'ভামিনী'র শুটিং হয়েছে। জানা গিয়েছে, চলতি বছর ২৫ এপ্রিলেই মুক্তি পাবে এই সিনেমা।
