সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে হইচইয়ের (Hoichoi) নতুন ওয়েব সিরিজ ‘উত্তরণ’ (Uttoron Web Series)।
ট্রেলার মুক্তি পেতেই বাঙালির মনের দালানে জায়গা করে নিয়েছিল এই সিরিজ। প্রতিফলনেও তাই দেখা মিলল। ২৬ জানুয়ারি এই সিরিজ মুক্তি পেতেই, হইচইতে মানুষের ঢল।
মধুমিতা সরকার (Madhumita Sarcar), রাজদীপ গুপ্ত, শাওন চক্রবর্তী, স্বস্তিকা দত্ত (Swastika Dutta) অভিনীত মোট সাতটি এপিসোড ঘিরে, আড়াই ঘন্টার সিরিজের মাধ্যমে প্রকাশ্যে আসে ‘উত্তরণ’।
জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'হইচই'-তে এই ছবিতে মধুমিতার বিপরীতে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত। পর্ণার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টলি অভিনেত্রী মধুমিতা সরকার। তিনিই একেবারে এই গল্পের নায়িকা।
অন্যদিকে, অপর টলি অভিনেত্রী স্বস্তিকা, এই সিরিজের হাত ধরেই ওয়েব সিরিজে প্রথম অভিনয় তাঁর। অভিনয়ও করেছেন জমিয়ে।
সাদামাটা সাজে 'তনয়া'-র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। প্রথম সিরিজেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে নেটাগরিকদের দরবারে।