Porimoni : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, গত কয়েক মাস ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে নানান কারণে উঠে এসেছে তাঁর নাম। সম্প্রতি লক্ষাধিক টাকা খরচ করে ছেলের প্রথম জন্মদিন পালন করে শিরোনামে এসেছিলেন পরীমনি। দিন দুয়েক আগেই সোশ্যালে ভাইরাল হয় পরীমনি-শরীফুলের ছবি। শোনা যায়, সব অভিমান মিলে এক হয়েছেন দুজনেই। মুহূর্তেই এই খবরে নামে শুভেচ্ছার ঢল।
এর মাঝেই ছন্দপতন। অভিনেত্রী পরীমণি হাসপাতালে ভর্তি। সেই ছবি নিজেই পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা শুধুই রাজ্য আর অভিনেত্রীর হাত। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন রাজ৷ তার মাথায় চারটে সেলাই পড়েছে। তবে এখন তিনি আর হাসপাতালে নেই৷ মিলেছে ছুটি।
বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফে পরীমণির কাছে রাজের খবর জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে নায়িকা বলেন, "রাজ কোথায় আছে, আমি জানি না৷ আমি জ্বরে কাবু হয়ে হাসপাতালে ভর্তি, কথা বলার অবস্থায় নেই৷"