৪ নভেম্বর মুক্তি পেয়েছে হরর কমেডি মুভি "ফোন ভূত" (Phone Bhoot)। অভিনয় করেছেন ক্যাটরিনা, সিদ্ধান্ত, ইশান্ত। পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সিং। এই ছবিতে দেখা মিলেছে জ্যাকি শ্রফেরও। তবে সুন্দরী 'ভূত' ক্যাটরিনাকে মনে ধরল না দর্শকদের। এই হরর কমেডি দেখতে মোটেই উৎসাহী নন সিনেপ্রেমীরা। এখনও পর্যন্ত আড়াই কোটিরও ব্যবসা করতে পারেনি "ফোন ভূত"।
বক্স অফিসে ক্যাটরিনার এই ছবির মুখোমুখি লড়াইয়ে রয়েছে জাহ্নবী কাপুরের ‘মিলি’ এবং হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহার ‘ডবল এক্স এল’। তবে ক্যাটরিনার ছবির চেয়েও, এই দুই ছবির হাল আরও খারাপ। প্রথম দিন জাহ্নবীর ছবির আয় করেছে মাত্র ৪৫-৬৫ লক্ষ টাকা। অন্যদিকে, সোনাক্ষী-হুমার ডবল এক্স এলের কালেকশন মাত্র ২৫ লক্ষ টাকা।
দেশ জুড়ে প্রায় ১৪০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে "ফোন ভূত"। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটে জানিয়েছেন, প্রথম দিনে ক্যাটরিনা কইফ-সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর অভিনীত ফোন ভূতের ঝুলিতে এসেছে মাত্র ২.০৫ কোটি টাকা।