বলিউডে ফের বিয়ের সানাই! সিদ্ধার্থ-কিয়ারার পরে এবার বিয়ের পিঁড়িতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। রেস্তরাঁয় পরিণীতি এবং রাঘব- দু’জনের একসঙ্গে খাওয়াদাওয়ার ছবি ভাইরাল হতেই রব উঠেছিল দু’জনের সম্পর্কের। এরপরেই শোনা যাচ্ছে, আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং পরিণীতি বাঁধতে চলেছে নিজেদের গাঁটছড়া। বলিউড সংবাদমাধ্যম সূত্রের খবর, খুব শিগগিরই তাঁদের 'রোকা' (Rooka) সম্পন্ন হবে। রোকা অনুষ্ঠানেই দু’জনের বিয়ের কথা ঘোষণা করবে পরিবারের সকলে। দু'পক্ষের পরিবারও বেজায় খুশি। যদিও রাঘব কিংবা পরিণীতি, কেউই মুখ খুলছেন না এ বিষয়ে।
এর মাঝেই আবার ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর গুঞ্জন আরও জোড়াল হতেই, রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জীব অরোরা (MP Sanjeev Arora)। টুইট করে জানিয়েছেন, দু’জনকে শুভেচ্ছা।
বলাবাহুল্য, রাঘব-পরিণীতি ভারতীয় হলেও তাঁদের সাক্ষাৎ হয় লন্ডনে। লন্ডনেই গাঢ় হয় বন্ধুত্ব। কারণ দুজনেরই পড়াশোনা সেখানেই। যদিও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করতে চাননি অভিনেত্রী। বারবার বলতেন, তাঁরা শুধু ভাল বন্ধু, অন্য কিছু নয়।