অপেক্ষার অবসান, 'একেনপ্রেমী'দের (The Eken) জন্য দোলের দিন রঙিন সুখবর নিয়ে এলেন 'দ্য একেন'। পাহাড়ের রানী, শৈল শহর দার্জিলিং , আপাতত উত্তপ্ত খুনের কিনারা সমাধানের জন্য। পাহাড়ের খাঁজে জমাট বাঁধা সেই খুনের রহস্য সমাধান করারই ভার, আপামর বাঙালির সাম্প্রতিক 'সুপারহিরো' একেন বাবুর। প্রসঙ্গত, বাঙালির অন্যান্য গোয়েন্দার তুলনায় সম্পূর্ন ভিন্নরকম ভাবে এই চরিত্রটিকে উপস্থাপন করা হয়, আর তাতেই জমে উঠেছে চরিত্রটির জনপ্রিয়তা।
একেন বাবু একেবারে 'ঘরের লোক'। ছাপোষা বেশভূষা, মুখে সারল্য, রন্ধ্রে রন্ধ্রে 'হিউমার' , এবং অবশ্যই বুদ্ধির ধার, একেন বাবুর উপস্থিতিকে প্রাঞ্জল করে তোলে। ব্যোমকেশ বক্সী, ফেলুদা, মিতিন মাসি, কিরিটি প্রমুখ গোয়েন্দা চরিত্র গুলির সাহিত্যিক মূল্যও যেমন আছে, তেমনই সিনেমা হিসেবেও তা বাঙালির প্রাণকেন্দ্র। কিন্তু 'একেন বাবু' একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্র, যাঁর পথ চলা শুরু হয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে(২০১৮)। সুজন দাশগুপ্তের সৃষ্ট এই চরিত্র, ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শুনে, যারপরনাই আনন্দে আত্মহারা ছিলেন কলাকুশলী থেকে অনুগামী সকলেই।
তাইতো সম্প্রতি টিসার মুক্তি পেতে সাড়া মিলছে আকাশ ছোঁয়া! 'একেন বাবু' হিসেবে অনির্বাণ চক্রবর্তীর 'স্ক্রিন প্রেসেনস' দেখলে বোঝা যায়না, তিনি আলাদা মানুষ! যেকোনো চরিত্রকেই তিনি যাপন করেন। আর 'একেন বাবু', সেটি তো তাঁর অভ্যাস। এবারে তাঁর সাথে যোগ দিয়েছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মন্ডল, পায়েল সরকার, সোমক ঘোষ, সূহোত্র মুখোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি পায়েল সরকারও তাঁর সামাজিক মাধ্যমে সকলকে আবার মনে করিয়েছেন, দেখা হয়ে না থাকলে অবিলম্বে এই ছবির টিজার যেন দর্শক দেখে নেন।
ছবিটির চিত্রনাট্য নির্মাণ করেছেন পদ্মনাভ দাসগুপ্ত, সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার এবং গান বেঁধেছেন চন্দ্রিল। আগামী ১৪ ই এপ্রিল, পয়লা বৈশাখের কথা মাথায় রেখেই তার প্রাক্কালে, 'একেনপ্রেমী' বাঙালিরা উপহার পেতে চলেছেন বড় পর্দায়, তাঁদের বহু আকাঙ্খিত এই ছবিটিকে।