"বালুরঘাটে এলে আমাদের বাড়ি আসবেন"- জনপ্রিয় "বোঝেনা সে বোঝেনা" ছবির এক ভাইরাল সংলাপ ছিল এই লাইনটি। টলি অভিনেত্রী পায়েল এই সংলাপটি বলেছিলেন। ছবিতে অভিনয় করেছিলেন সোহম-মিমি-আবির এবং পায়েল। সুপারহিট এই ছবির বিষয়ে যতই বলা হোক না কেন, তা কম।
দাদাগিরির মঞ্চে ফের হল সেই স্মৃতিচারণ। আর সেই পর্বই ভাইরাল এখন সোশ্যালে। ভিডিয়োতে দেখা মিলেছে, সৌরভ গঙ্গোপাধ্যায় পায়েলকে জিজ্ঞেস করেন, "সত্যি তোমার বাড়ি বালুরঘাট নাকি?" এই প্রশ্নের উত্তরে হেসে পায়েলের জবাব "এর পিছনে মজার ঘটনা রয়েছে"।
পায়েল অকপটে বলেন, "অনেকেরই ধারনা আমার সত্যিই নাকি বাড়ি বালুরঘাটে। অনেকেই আমায় জিজ্ঞেস করেন, দিদি আপনার তো বালুরঘাটে বাড়ি আছে। আমি বললাম, না আমার বালুরঘাটে কোনও বাড়ি নেই। বালুরঘাট অনেক দূর। এত দূর থেকে আমি কলকাতায় যাতায়াত করতে পারব না। আমার কলকাতাতেই বাড়ি। আমি সেখানেই থাকি।"