আজ দশমী। আকাশে বাতাসে বিষাদের সুর। মা দুর্গাকে বরণ করে আজ বিদায় জানানোর পালা। ইতিমধ্যেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। চোখে জল আর মুখে হাসি নিয়েই প্যান্ডেলে প্যান্ডেলে সিঁদুর খেলায় মাতোয়ারা মহিলারা। একই ছবি টলিপাড়ার অন্দরেও। অপরাজিতা আঢ্য থেকে তনুশ্রী চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়- দশমীর আনন্দে উচ্ছ্বসিত সকলেই।
বাদ যাননি নুসরত জাহান। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে দেখা মিলল নুসরত জাহানের। মা দুর্গাকে বরণ করার ছবি সামনে না এলেও ফিরহাদ হাকিমের কন্যার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নুসরত জাহান। রয়েছেন যশ দাশগুপ্তও।
এদিন সাধারণ লুকেই নজর কেড়েছেন নুসরত জাহান।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    