নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বারংবার সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে এসেছে নুসরত জাহানের (Nusrat Jahan) নাম। বাংলা সিনেমার (Tollywood Industry) জগতে নুসরত (Nusrat Jahan) এমন একজন মানুষ, যার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া কম হয়নি। তবুও বারংবার নিজের সাহসী পদক্ষেপ, উন্মুক্ত চেতনা আর কাজের দক্ষতার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতেও বরাবরই বেশ সক্রিয় তিনি। প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়েই চলেছেন। কথা হচ্ছে বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)।
সম্প্রতি ফ্ল্যাটকান্ড নিয়ে সংবাদ শিরোনামে ছিলেন নুসরত জাহান। যদিও সে সব এখন অতীত। অভিনেত্রী ব্যস্ত 'মেন্টাল' ছবির শুটিংয়ে। প্রথমার্ধের শুট শেষ হতেই নুসরত বেরিয়েছেন 'ডেস্টিনেশন' এর খোঁজে। শুধু নুসরত নয়, যশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ধরা পড়েছে ঘুরতে যাওয়ার ছবি। তবে তারা কী এক জায়গায়? তবে সে উত্তর জানা না গেলেও, নুসরতের লুকে আপাতত ঘুম উড়েছে ভক্তদের।