কোনও কাজ নেই হাতে। সেই কারণেই সময়মতো কর জমা দিতে পারেননি। ব্যক্তিগত সমস্যার কথা ইনস্টাগ্রাম স্টোরিতে জানালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শেয়ার করলেন নিজের দুঃখের কাহিনী।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানিয়েছেন, 'দেশের সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দেওয়া মানুষদের মধ্যে আমি অন্যতম। বলিউডের অভিনেত্রীদের মধ্যে আমিই সব থেকে বেশি আয়কর দিয়েছি। আয়ের ৪৫ শতাংশই কর হিসেবে দিয়েছি। কিন্তু এই প্রথম সময় মতো পুরো আয়কর দিয়ে উঠতে পারলাম না। অর্ধেকটা দিতে পেরেছি, কারণ হাতে কাজ নেই। তাই বাকি টাকা সময় মতো দিয়ে উঠতে পারিনি।'
জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা হল বলেই জানিয়েছেন কঙ্গনা। আয়কর রুল অনুযায়ী এক অর্থবর্ষে ইনকাম ট্যাক্স বাকি থাকলে সংশ্লিষ্ট আয়কর দাতার ওপর জরিমানা আরোপ হয়। তবে সেই টাকা দিতে আপত্তি নেই কঙ্গনার। পোস্টে এমন দাবিও করেছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টের শেষে তিনি জুড়েছেন, ‘ব্যক্তিগত ভাবে আমাদের সবার সময় খারাপ যাচ্ছে। কিন্তু ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই খারাপ সময়কে প্রতিরোধ করতে পারব।‘