অন্য ধর্মের ছেলেকে বিয়ের জন্য বহুবার কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। তবুও হাজির ছাড়নেনি, জবাব দিয়েছেন সমস্ত প্রশ্নের।
তবে এত কিছুর পরেও কীভাবে ভাঙন ধরে গেল তাঁদের সম্পর্কে? বিয়ের পর দেড়বছর হাসি-খুশি, দিব্যি কেটেছে তাঁদের। আর তাঁর পরেই ছন্দপতন।
গুঞ্জন, তাঁদের মাঝে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি অর্থাৎ যশ দাশগুপ্ত।
তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ নুসরত-নিখিল-যশ। নিখিলের একের পর এক পোস্ট যেন আরও বাড়িয়ে তুলেছে রহস্যের জট।
এদিন, ইনস্টাগ্রাম পোস্টে পাহাড়ি রাস্তার ধারে একাকী, আনমনা বসে থাকতে দেখা যাচ্ছে নিখিল জৈনকে। ছবির ক্যাপশনে নিখিল লিখেছেন, ''ওহ আমি দুঃখিত। আমি বলতে চাইছি তুমি কী কথা দিয়েছিলে আমাকে! বদলে গিয়ে সম্পূর্ণ এক অন্য, অচেনা মানুষ হয়ে গিয়েছ। কিছু মনে করো না আমি কিন্তু একই আছি!''
ভ্যালেনটাইন্স ডে'তে কার দিকে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিখিলের? অন্যদিকে, গুঞ্জন উঠেছিল সম্প্রতি মিমি চক্রবর্তী নাকি যশের সাথে সম্পর্ক তৈরী করতে চাইছেন। যদিও তা কি শুধুই গুঞ্জন? এই নিয়েও কোনো কথা না উঠলেও, মিমি চক্রবর্তী জনসমক্ষেই জানিয়েছেন তিনি 'সিঙ্গেল'।