তাঁকে প্রথম দেখা গেছিল ২০১৭ সালে, টাইগার শ্রফের (Tiger Shroff) বিপরীতে, 'মুন্না মাইকেল' (Munna Michael) ছবিতে। তারপর তেলেগু এবং বলিউড মিলিয়ে বেশ এক পোক্ত জমি তৈরি করে নেন বছর আঠাশের নিধি আগারওয়াল (Nidhhi Agerwal)।
কিন্তু সম্প্রতি তাঁকে নিয়ে তর্জার তালিকা উত্তরোত্তর দীর্ঘায়িত হয়ে চলেছে। তাঁর জীবনের স্বাভাবিক ছন্দে তাল কেটেছে, একটি যৌণ প্রতিরোধক সংস্থার হয়ে, প্রচার করার জন্য। 'ডিউরেক্স' (Durex) কনডমের হয়ে প্রচার করেছিলেন নিধি। আর তাতেই ঘটলো বিপত্তি। আমাদের দেশে এখনও এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়, যাঁদের কাছে যৌনতা, ঋতুচক্র প্রভৃতি স্বাভাবিক তথা প্রাকৃতিক প্রক্রিয়াগুলি এখনও 'ট্যাবু'র তকমা ছিন্ন করে স্বাধীন হতে পারেনি। আর সেখানে কনডমের প্রসঙ্গ তোলাও তো 'পাপ'।
সেই কনডমের প্রচার করেই 'দুঃসাহসিক' নিধি পড়লেন জনগণের কড়া রোষের মুখে। এই যুগে দাঁড়িয়েও, অল্পবয়সীরাও তাঁকে সামাজিক মাধ্যমে আক্রমণ করতে ছাড়লেন না। কেউ কেউ বললেন, 'আপনি নিজে ব্যবহার করেন যে প্রচার করতে নেমেছেন?' কেউ বা 'ঘড়ি' ডিটারজেন্ট পাউডারের বিখ্যাত ট্যাগলাইন প্রয়োগ করে মন্তব্য করেছেন, 'আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন।' আবার কোনো অনুগামী 'ব্যথিত' হৃদয়ে নিধিকে প্রশ্ন করতেও ছাড়েননি, যে নিধি তাঁর পছন্দের, তিনি কেন এমন 'নিষিদ্ধ' জিনিসের প্রচারে নিজের সময় নষ্ট করেছেন!
নিধি হয়তো নিজেও ভাবেননি, কনডমের মত এক সচেতনতামূলক, উপকারী পণ্যের প্রচারে নেমে, তাঁকে এমন বিপত্তিতে পড়তে হবে। রীতিমত কদর্য ভাষায় অপমানিত হতে হচ্ছে তাঁকে। প্রশ্ন উঠছে তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে। আসলে আমরা রুপোলি পর্দার মানুষদের এমন এক সিংহাসনে বসাই, যে সিংহাসন আমরা নিজেদের মতই নির্মাণ করি। ভাবি, পর্দার মতই হয়তো তাঁদের জীবন ঝকঝকে তকতকে, বাধা বিপত্তি বা সংগ্রামহীন, এমনকি তাঁদের যে ব্যক্তিগত জীবনও থাকতে পারে না, এমন অনৈতিক মাপকাঠিও আমরা তাঁদের জন্য নির্মাণ করে ফেলি। স্বভাবতই তাঁরা আমাদের সংকুচিত ভাবনার গণ্ডিতে আবদ্ধ থাকবেননা। তাঁরাও নিজেদের মত, নিজেদের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করবেন, আর তখনই 'ইগো হার্ট' হয়, আমাদের মত ছাপোষা, আধুনিক জগৎ থেকে মনস্তাত্বিক ভাবে অনেক দূরে থাকা মানুষগুলোর।
তাই তখন আমরা, আমাদের মনোমত নির্মীত ভগবানের আসনে যাঁকে স্থান দিয়েছিলাম, তাঁকে সটাং কাদায় ফেলতেও দ্বিধা বোধ করিনা।
নিধি আপাতত এই বিষয়ে মুখ খোলেলনি। কিছুদিন আগে একটি অ্যালকোহলের বিজ্ঞাপনে জনপ্রিয় তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকেও (Samantha Ruth Prabhu) দেখা যায়, এবং তিনিও একই ভাবে জনরোষের সম্মুখীন হন। নিধি আপাতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি,' হরি হর ভীরা মাল্লু' নিয়ে। ছবিটিতে তিনি পবন কল্যাণের (Pwan Kalyan) বিপরীতে অভিনয় করেছেন।