আর মাত্র দুই দিন, ২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা। তবে তার আগে রয়েছে বর্ষবরণের জমজমাটি পর্ব। কোথাও পিকনিক কোথাও আবার নিউইয়ার পার্টি! সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে সাজবেন কীভাবে? পরবেন কোন পোশাক? টিপস্ নিতে প্রতিবেদনে থাক তারকাদের ছোঁয়া। সেজে উঠুন আপনার পছন্দের তারকার লুকে।
'বহুরুপী' প্রমোশনের সময় এই পোশাকটি পরেছিলেন ঋতাভরী। বেশ চর্চাও হয়েছিল তাঁর এই লুক নিয়ে। এসেছিল প্রশংসার ঢেউ। গাউন পছন্দ হলে, ঋতাভরীর লুক ক্রিয়েট করতে ভুলবেন না।
যদি পরতে চান শাড়ি, তাহলে নজরে থাক শুভশ্রীর এই লুক। চলতি বছর পুজোয়, এই লুকে সেজেছিলেন অভিনেত্রী।
হচ্ছে স্টাইলিংয়ের কথা, অথচ শ্রাবন্তী নেই তাতে! তা কী সম্ভব? কাজেই নিউইয়ার পার্টির সাজগোজ দেখতে হলে, একবার নজর দিতেই হবে শ্রাবন্তীর লুকে -
তালিকা লম্বা হতেই থাকবে, কিন্তু বাছাইয়ের দায়িত্ব স্রেফ আপনার। এবার নজর থাক কৌশানীর ওপর।
তালিকায় রাখা হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই পোশাকটিও।