নন্দী সিস্টার্স (Nandy Sisters), চেনেন তো? যদিও এই প্রশ্ন করাটাই ভুল। দুই বোন অর্থাৎ অঙ্কিতা এবং অন্তরা, দু'জনের গান শোনেনি গোটা দেশে এমন মানুষের সংখ্যা একেবারেই কম বললেই চলে। গোটা দেশ নন্দী সিস্টার্সদের গানে মুগ্ধ। এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন অন্তরা। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘রক্তবীজ’ সিনেমাতেও একত্রে গান গেয়েছেন অন্তরা-অঙ্কিতা।
সম্প্রতি কলকাতায় 'মিট আপ' রেখেছিলেন তাঁরা। জানেন কী, চলতি বছর মুকেশ আম্বানির বাড়ির গণেশ পুজোয় গান গিয়েছিলেন তাঁরা। মিলেছিল প্রশংসাও।
চলতি বছর গণেশ পুজোয় প্রতিবারের মতোই এবছরও মুকেশ আম্বানির বাড়িতে ছিল তারকাদের হাট। ঐশ্বর্য রাই বচ্চন, সুনীল শেট্টি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা থেকে সপরিবারে শাহরুখ, বিদ্যা বালান, সচিন তেন্ডুলকর, সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন অনেকেই।
গান গাইতে পারিশ্রমিক কত নিয়েছিলেন অঙ্কিতা-অন্তরা? নেটিজেনদের এ প্রশ্ন থাকলেও, গণেশ পুজোয় মুকেশ আম্বানির বাড়িতে ভক্তিগীতি গাইতে কত টাকা পারিশ্রমিক নিয়েছে নন্দী সিস্টার্স? বা আদৌ নিয়েছেন কিনা, তা নিয়ে মেলেনি খবর।