নন্দী সিস্টার্স (Nandy Sisters) এর গানে আজ মাতোয়ারা গোটা ভারত। বঙ্গ তনয়ারা নিজেদের পরিচিতি বৃদ্ধি করতে অদম্য চেষ্টা করে চলেছেন। রিল থেকে রিয়েল, দুইয়েই তাঁদের ভক্ত সংখ্যা অগাধ। বর্তমানে বাংলাতেও তাঁদের বেশ আনাগোনা। কাজেই কর্মব্যস্ততা তুঙ্গে। এটাই হল কাল। সম্প্রতি, বারাণসী যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাঁদের মা। পরিস্থিতি এতখানি গুরুতর হয় যে রায়পুরে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় বিমানকে। জানা যায়, একাই ট্রাভেল করেছিলেন মা, জুঁই নন্দী।
শোনা যায়, হিটস্ট্রোকের শিকার হয়েছিলেন অন্তরা-অঙ্কিতার মা। হয় বমি, এরপরেই শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়ে। পরিস্থিতি সুবিধার না ঠেকতেই বিমান জরুরি অবতরণের পর রায়পুরের ইন্ডিগো এয়ারলাইন্সের অ্যাসিসটেন্ট সিকিউরিটি ম্যানেজার দীপিকা হাসপাতালে নিয়ে গিয়ে দেখভাল করেন তাঁর। এ বিষয়ে অন্তরা সোশ্যালে লেখেন, "দীপিকাজি সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। নিজের ডিউটি শেষ হওয়ার পরেও দীপিকাজি মায়ের খেয়াল রেখেছেন হাসপাতালে। এমনকি পরদিনও হাসপাতালে পৌঁছে মায়ের খোঁজখবর নিয়েছেন। আজীবন আমরা ঋণী থাকব।" বর্তমানে ভালো আছেন জুঁই দেবী।