ভারতীয় দর্শকরা বলিউড হিন্দি সিনেমাকে বর্তমানে এক নতুন আঙ্গিকে দেখতে শুরু করেছে। অবাস্তব অ্যাকশন ও আইটেম ডান্সের মোরক থেকে বেরিয়ে দর্শকদের এখন পছন্দ বাস্তববাদী ক্রাইম থ্রিলার মুভি। বলিউড (Bollywood) জগতে ক্রাইম থ্রিলারের কথা উঠলেই একটাই নাম সকলের মনে আসে। তিনি হলেন জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী (Monoj Bajpayee)। শেষ কয়েক বছরে একাধিক হিট সিনেমা ভারতীয় দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রত্যেকটি সিনেমা রিলিজ হলেই সোশ্যাল মিডিয়াতে প্রশংসার বন্যায় প্লাবিত হন এই অভিনেতা। তাঁর সুদক্ষ ও সাবলীল অভিনয়ের ফ্যান আপামর দেশবাসী। ক্যারিয়ারের প্রথমে তিনি সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ভিখু মাত্রের চরিত্র করে। এই চরিত্রের জন্য তিনি সেরা সহ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়া সম্প্রতি মারাঠিকেন্দ্রিক "ভোঁসলে" সিনেমার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এখানেই শেষ নয়। মনোজ বাজপেয়ী অভিনীত "পিঞ্জর" ছবি জাতীয় পুরস্কারের মঞ্চে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছিল। তবে এটা সকলেই মেনে নেন যে তাঁর ক্যারিয়ারের প্রথমে তিনি একাধিক ভালো কাজ উপহার করলেও তা উপেক্ষিত রয়ে গিয়েছিল জাতীয় স্তরে পুরস্কারের মঞ্চে।
সিনেমাপ্রেমীদের মধ্যে বর্তমান যুগে মনোজ বাজপেয়ীকে চিনবে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো সত্যিই দুষ্কর। কিছুদিন আগে "ফ্যামিলি ম্যান" ওয়েব সিরিজের দুটি পার্ট করে অভিনেতা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। বিভিন্ন চ্যালেঞ্জিং রোলে তিনি যেমনভাবে নিজেকে মেলে ধরেন তা সত্যিই প্রশংসাযোগ্য। তবে তাঁর জীবনের এই সাফল্যের পিছনে রয়েছে একটি অত্যন্ত দুর্গম কন্টকময় রাস্তায় পথচলা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একাধিক ইন্টারভিউতে তাঁর জীবন সংগ্রামের ছোটখাটো তথ্য উঠে আসে। তবে এই বিষয়ে এবার অভিনেতা নিজেই বলেছেন, "জীবনে এমন সাফল্য পাওয়া অবশ্যই খুব সোজা ছিল না। বিভিন্ন ইন্টারভিউতে জীবনের উত্থান-পতনের ছোট একটি অংশ হয়তো তুলে ধরা যায়। কোনো ১৫ মিনিটের ইন্টারভিউ আমার জীবন সংগ্রামকে ব্যাখ্যা করতে পারবে না। প্রথম থেকে সবকিছু জানাতে হয়তো আমাকে আত্মজীবনী লিখতে হবে। তবে এটা বলা যায় জীবন অনেক উত্থান-পতনের সাক্ষী হয়ে রয়েছে।"
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে বলতে গিয়ে জনপ্রিয় অভিনেতা বলেছেন, "এই ইন্ডাস্ট্রিতে সবাই নিজেদের আত্মসম্মান এবং স্বপ্ন নিয়ে কাজ করতে আসে। কিন্তু ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক মানুষ শত্রুতে পরিণত হয় এবং তারা তাদের স্বপ্নপূরণ করানোর জন্য আপনাকে ব্যবহার করে। নিজের স্বপ্ন পূরণের জন্য তাদের সাথে অনবরত যুদ্ধ করে এগিয়ে আসতে হয়। আর সেই যুদ্ধ চালিয়ে ২৫ বছর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনোজ বাজপেয়ী কাজ করছে।" প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৬ আগস্ট রেনসিল ডি সিলভা প্রযোজিত সিনেমা "Dial 100" রিলিজ করতে চলেছে যাতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী।