রিয়েল লাইফে করোনার দাপট, আর রিল লাইফে পুস্পার (Pushpa Movie) তেজ। দেশ পেরিয়ে বিদেশও এখন পুস্পাক্রান্ত। অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) অভিনীত পুস্পা সিনেমাটি যেমন বক্স অফিসেও হিট, তেমনই এই ছবির গানের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া। 'শ্রীবল্লি' (Srivalli), 'সামি সামি' (Sami Sami) এবং 'ও আন্তাভা মাওয়া' (O Antava Mawa)। একের পর এক গানের তালে কোমর দোলাচ্ছেন নেটিজেনরা।
ইনস্টাগ্রাম রিল থেকে ইউটিউব শর্টস, রশ্মিকা মন্দানার নাচের স্টেপে কাবু নেটিজেনদের অধিকাংশ। তবে এই স্টেপেই এবার গ্রাম-বাংলার ছোঁয়া দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা 'ডান্সিং ডিভা' মনামী ঘোষ (Monami Ghosh)।
হলুদ শাড়ি, লাল ব্লাউজ সঙ্গে লাল টিপ এবং কাঁচের চুড়ি পরে সর্ষে ক্ষেতের সামনে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। 'সামি সামি' গানের তালে নেচে এক্কেবারে ঝড় তুললেন তিনি।
সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট হয়েছে এই ভিডিয়োটি। চব্বিশ ঘন্টা না পেরোতেই বর্তমানে এই ভিডিয়োর ভিউজ সাড়ে তিন লাখ ছুঁই ছুঁই।
এই ভিডিয়োর নয়া লুকের ছবি নিজের ফেসবুক হ্যান্ডলে পোস্টও করেছেন অভিনেত্রী।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    