বৃহস্পতিবার মানেই টিআরপি (TRP) ডে। কে এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়ল! সব রহস্য উদঘাটনের দিন। ছোটোপর্দা ঘিরে চলছে ধুন্ধুমার লড়াই। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তবে রহস্যভেদ করে উঁকি দিচ্ছে মিঠাই। টানা ছয় মাস ধরে সেরার সেরা মিঠাই। সেরার সিংহাসন থেকে মিঠাই রানিকে টলানোর সাধ্যি কারুর নেই। 'টেস' বড়ো জা হওয়ার পর থেকে যেন ক্রমশ বাড়ছে নম্বর।
১০.৮ থেকে ১১.২ নম্বর নিয়ে প্রথমস্থানে রয়েছে 'মিঠাই'(Mithai)। দ্বিতীয়স্থানে রয়েছে 'উমা'(Uma)। উমা পেয়েছে ৯.৩। গত সপ্তাহেও দ্বিতীয় হয়েছিল 'উমা'।
তৃতীয়স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'(Aparajita Apu)। তার প্রাপ্ত নম্বর ৮.৮। যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে 'যমুনা ঢাকি'(Jamuna Dhaki) ও 'সর্বজয়া'(Sarbojaya)।
পঞ্চমস্থানে রয়েছে 'খুকুমণি হোম ডেলিভারি'। ষষ্ঠস্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব'। একই সঙ্গে ষষ্ঠ স্থানে রয়েছে 'দাদাগিরি'।
সপ্তমস্থান যৌথভাবে দখল করেছে 'খেলাঘর' ও 'বরণ'। নবমস্থানে রয়েছে 'খড়কুটো' ও 'কড়ি খেলা'। দশম স্থানে রয়েছে 'মন ফাগুন' ও 'ধুলোকণা'। টিআরপি তালিকায় নেই উর্মি, শ্রীময়ী।