টলিউডের প্রথম সারির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty, Tollywood)। শুধু অভিনেত্রী বললেও ভুল, সাংসদ হিসেবেও মিমি যথেষ্ট জনপ্রিয়। জলপাইগুড়িতে জন্ম হলেও মিমির শৈশব কেটেছে অরুনাচল-প্রদেশে। সদ্যই পুজোয় মুক্তি পেয়েছে মিমি অভিনীত 'রক্তবীজ'। এবং পোস্ত ছবির হিন্দি রিমেক 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'।
কাজ মিটিয়ে ব্যস্ততা শেষে দুবাই বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেন তিনি। এত পর্যন্ত সব ঠিক থাকলেও, দুবাই থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন মিমি। ভুগছেন জ্বরে। নিজে সেই কথা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে বানিয়েছেন স্যুপ। সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী স্বয়ং।
অভিনেত্রীর সুস্থতা কামনায় অনুগামীরা।