আজ মহালয়া (Mahalaya 2022)। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা (Durga Puja, West Bengal)। ভোর থেকেই বাঙালির ঘরে-ঘরে বাজছে রেডিও। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ না শুনলে যেন পুজো থেকে যায় অসম্পূর্ণ। তার উপর, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর সম্পাদিত মহালয়া এবার ৯০ বছরে পদার্পণ করল। কাজেই আলাদা নস্টালজিয়া বাঙালির অন্দরে। আজ ভোর থেকেই টলিপাড়ায় হিল্লোল তুলেছে মহালয়া। ধারাবাহিকের সুপরিচিত বহু মুখ, এবার প্রথমবার অভিনয় করেছেন মহালয়ায়। কাজেই টানটান উত্তেজনা সর্বত্র।
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) কিংবা শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।
নিজের মিষ্টি ছবি পোস্ট করে মহালয়ার শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী পার্ণো মিত্র (Parno Mittrah)।
গতকাল প্রকাশ্যে এসেছে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নতুন গান। আর আপাতত সেই নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তবুও অনুগামীদের জানিয়েছেন শুভেচ্ছা।