৩০ সেপ্টেম্বর, ২০২৩
বিনোদন

ফিরে দেখা ২০২২ : চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন যে সমস্ত তারকারা

বলিউড থেকে টলিউড, বিয়ের সানাই বেজেছে সর্বত্র

মৌনী রায় - বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Ray), শুধু বাংলার নয়, বরং সারা ভারতে জনপ্রিয়। তিনি 'নাগিন' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মূলত খ্যাতি অর্জন করেন। ২০২২ এর জানুয়ারি মাসের ২৭ তারিখ তিনি তাঁর প্রিয়তম, সুরজ নাম্বিয়ার (Suraj Nambia) সঙ্গে বিবাহের যোগসূত্র বাঁধেন। প্রথম দর্শনেই তিনি প্রেমে পড়েন সুরজের।

ফারহান আখতার - বলিউডের এক সর্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব ফারহান আখতার (Farhan Akhtar)। প্রযোজনা, পরিচালনা এবং অভিনয়, সর্ব ক্ষেত্রেই তাঁর দক্ষতার সাক্ষী হয়েছেন দর্শক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্দেকারের (Shibani Dandekar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বেছে নিয়েছেন তাঁর সারা জীবনের 'সেনোরিটা'কে।

ভিক্রান্ত মেসি - সাত বছরের সম্পর্ক প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে। চলতি বছর, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন তাই শুভ কাজ সেরে নিলেন বলিউড অভিনেতা ভিক্রান্ত মেসি (Vikrant Massey)। চার হাত তাঁদের এক হল।

শ্রীতমা রায়চৌধুরী - প্রেম দিবসের দিন বিবাহ হিসেবে প্রেমকে পূর্ণতা দিয়েছেন টলিউডের এক অভিনেত্রীও। শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury) তাঁর দীর্ঘদিনের প্রেমিক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়ের (Deepanjan Gangopadhyay) সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি।

আলিয়া ভাট - চলতি বছর সাত পাকে ঘুরেছেন বলিউডের 'গাঙ্গুবাই' এবং বলিউডের 'বরফি'। বেশ কিছু বছরের প্রণয়ের পর আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) শুভ পরিণয় সম্পন্ন হয়েছে চলতি বছর এপ্রিলে। এমনকি নভেম্বরেই তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট 'রাহা'।

অঙ্কিতা চক্রবর্তী - অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অভিনেতা প্রান্তিক ব্যানার্জীর (Prantik Banerjee) সঙ্গে প্রেমের বন্ধনে লিপ্ত হন গত বছরে। এই বছরে দুজনে সিকিমের এক মনোরম পাহাড়ি পরিবেশে, ঘনিষ্ঠমহলকে সঙ্গে করে তাঁদের বিবাহ সম্পন্ন করেন।

আলী ফজল - দুজনে একসঙ্গে করেছিলেন 'ফুকরে' ছবিতে অভিনয়। তখন থেকেই প্রেম। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন বছর কয়েক আগেই। কিন্তু অতিমারী বাধ সাধে। অবশেষে গত অক্টোবরে আলী ফজল (Ali Fazal) এবং রিচা চড্ডার (Richa Chadha) শুভ পরিণয় সম্পন্ন হল।

পলক মুচ্ছল - 'আশিকি ২' ছবিতে প্রেমের রসায়নের অনুঘটক হয়েছিল মিথুন শর্মার (Mithoon Sharma) সুরে পলক মুচ্ছলের (Palak Muchhal) মিষ্টি কন্ঠ। বলা বাহুল্য, সেখানে তৈরি হয় তাঁদের মধ্যকার রসায়নও। গত নভেম্বরের তাঁরা চিরজীবনের সাথী হিসেবে একে ওপরের পানি গ্রহন করেন।

চিত্রাঙ্গদা চক্রবর্তী - অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty) তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তারপর অভিনয়। সম্প্রতি তিনি তাঁর প্রেমিক সম্বিত চ্যাটার্জীর (Sambit Chatterjee) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাঙালিয়ানা এবং রাজকীয় আমেজের মিশেলে সম্পন্ন হল তাঁদের বিবাহ।

অনিন্দিতা রায়চৌধুরী - এই মুহূর্তে তিনি টলিউডের এক স্তম্ভ। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর (Anindita Raychaudhury) খল চরিত্রে হোক, কিংবা স্নেহশীল মায়ের ভূমিকায় অভিনয়, দর্শকদের সকল ক্ষেত্রে মন জয় করে। বছরের শুরুতেই, ২৬ জানুয়ারি অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছিল তাঁদের বিবাহ বাসর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৯ সেপ্টেম্বর

বর্ধমানের এসপি হয়ে মিমি চক্রবর্তী

Mimi police
২৯ সেপ্টেম্বর

প্রিয়জনের 'সওগাত'-এ থাকুক, সুগন্ধী থেকে স্মার্ট ওয়াচের মত প্রয়োজনীয় সামগ্রী

market bangles street shop foot path
২৯ সেপ্টেম্বর

জনপ্রিয়তা পেয়েছে 'কার কাছে কই মনের কথা'

Kar kache koi moner kotha hug
২৫ সেপ্টেম্বর

প্রিক্যুয়েল নাকি সিক্যুয়েল? জানতে দেখতে হবে 'সম্পূর্ণা ২'

Sohini saree
২৫ সেপ্টেম্বর

তিনগুণ মজা নিয়ে বড় পর্দায় ফিরছে 'ফুকরে ৩', থাকবে একাধিক চমক

Ali Richa
২৫ সেপ্টেম্বর

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘রক্তবীজ’ সিনেমাতেও একত্রে গান গেয়েছেন অন্তরা-অঙ্কিতা

Nandy Sisters ganesh puja
২৫ সেপ্টেম্বর

ফ্লোরাল চুড়িদার, মাথা ভর্তি সিঁদুর, কানে ঝুমকো সঙ্গে প্রেগনেন্সি গ্লো

Subhashree baby shower
২৫ সেপ্টেম্বর

গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ

Swara Bhasker baby girl
২৩ সেপ্টেম্বর

‘জাতিস্মর’ ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য রূপঙ্কর বাগচী পেয়েছিলেন জাতীয় পুরস্কার

Rupankar new
২২ সেপ্টেম্বর

ভিন্ন স্বাদে ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ করলেন ঋতাভরী

Ritabhari pujo saree
২২ সেপ্টেম্বর

আমেরিকা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ের আসরে হাজির হবেন প্রিয়াঙ্কা চোপড়া

Parineeti Chopra wedding 1
২১ সেপ্টেম্বর

সত্যজিৎ-পুত্রের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় টিম পরিদর্শক

Sandip ray
২১ সেপ্টেম্বর

টলিপাড়ায় যেখানে বারংবার সম্পর্ক ভাঙার আওয়াজ ওঠে, সেখানে গৌরব-ঋদ্ধিমা ব্যতিক্রমী

Gaurab Riddhima