২২ মার্চ, ২০২৩
বিনোদন

ফিরে দেখা ২০২২ : চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন যে সমস্ত তারকারা

বলিউড থেকে টলিউড, বিয়ের সানাই বেজেছে সর্বত্র

মৌনী রায় - বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Ray), শুধু বাংলার নয়, বরং সারা ভারতে জনপ্রিয়। তিনি 'নাগিন' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মূলত খ্যাতি অর্জন করেন। ২০২২ এর জানুয়ারি মাসের ২৭ তারিখ তিনি তাঁর প্রিয়তম, সুরজ নাম্বিয়ার (Suraj Nambia) সঙ্গে বিবাহের যোগসূত্র বাঁধেন। প্রথম দর্শনেই তিনি প্রেমে পড়েন সুরজের।

ফারহান আখতার - বলিউডের এক সর্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব ফারহান আখতার (Farhan Akhtar)। প্রযোজনা, পরিচালনা এবং অভিনয়, সর্ব ক্ষেত্রেই তাঁর দক্ষতার সাক্ষী হয়েছেন দর্শক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্দেকারের (Shibani Dandekar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বেছে নিয়েছেন তাঁর সারা জীবনের 'সেনোরিটা'কে।

ভিক্রান্ত মেসি - সাত বছরের সম্পর্ক প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে। চলতি বছর, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন তাই শুভ কাজ সেরে নিলেন বলিউড অভিনেতা ভিক্রান্ত মেসি (Vikrant Massey)। চার হাত তাঁদের এক হল।

শ্রীতমা রায়চৌধুরী - প্রেম দিবসের দিন বিবাহ হিসেবে প্রেমকে পূর্ণতা দিয়েছেন টলিউডের এক অভিনেত্রীও। শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury) তাঁর দীর্ঘদিনের প্রেমিক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়ের (Deepanjan Gangopadhyay) সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি।

আলিয়া ভাট - চলতি বছর সাত পাকে ঘুরেছেন বলিউডের 'গাঙ্গুবাই' এবং বলিউডের 'বরফি'। বেশ কিছু বছরের প্রণয়ের পর আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) শুভ পরিণয় সম্পন্ন হয়েছে চলতি বছর এপ্রিলে। এমনকি নভেম্বরেই তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট 'রাহা'।

অঙ্কিতা চক্রবর্তী - অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অভিনেতা প্রান্তিক ব্যানার্জীর (Prantik Banerjee) সঙ্গে প্রেমের বন্ধনে লিপ্ত হন গত বছরে। এই বছরে দুজনে সিকিমের এক মনোরম পাহাড়ি পরিবেশে, ঘনিষ্ঠমহলকে সঙ্গে করে তাঁদের বিবাহ সম্পন্ন করেন।

আলী ফজল - দুজনে একসঙ্গে করেছিলেন 'ফুকরে' ছবিতে অভিনয়। তখন থেকেই প্রেম। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন বছর কয়েক আগেই। কিন্তু অতিমারী বাধ সাধে। অবশেষে গত অক্টোবরে আলী ফজল (Ali Fazal) এবং রিচা চড্ডার (Richa Chadha) শুভ পরিণয় সম্পন্ন হল।

পলক মুচ্ছল - 'আশিকি ২' ছবিতে প্রেমের রসায়নের অনুঘটক হয়েছিল মিথুন শর্মার (Mithoon Sharma) সুরে পলক মুচ্ছলের (Palak Muchhal) মিষ্টি কন্ঠ। বলা বাহুল্য, সেখানে তৈরি হয় তাঁদের মধ্যকার রসায়নও। গত নভেম্বরের তাঁরা চিরজীবনের সাথী হিসেবে একে ওপরের পানি গ্রহন করেন।

চিত্রাঙ্গদা চক্রবর্তী - অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty) তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তারপর অভিনয়। সম্প্রতি তিনি তাঁর প্রেমিক সম্বিত চ্যাটার্জীর (Sambit Chatterjee) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাঙালিয়ানা এবং রাজকীয় আমেজের মিশেলে সম্পন্ন হল তাঁদের বিবাহ।

অনিন্দিতা রায়চৌধুরী - এই মুহূর্তে তিনি টলিউডের এক স্তম্ভ। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর (Anindita Raychaudhury) খল চরিত্রে হোক, কিংবা স্নেহশীল মায়ের ভূমিকায় অভিনয়, দর্শকদের সকল ক্ষেত্রে মন জয় করে। বছরের শুরুতেই, ২৬ জানুয়ারি অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছিল তাঁদের বিবাহ বাসর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২০ মার্চ

সদ্য মুক্তি পেয়েছে 'লাভ ম্যারেজ' ছবির গান, "আছো কেমন"

Ankush Oindrila see
২০ মার্চ

ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকার বেশি ব্যবসা করেছে 'মিসেস চ্যাটার্জী vs নরওয়ে' ছবিটি

Rani Mukerji Norway
২০ মার্চ

নিজের কর্মজীবনে ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি

Alka yagnik
১৯ মার্চ

উর্ফির কথায়, 'আমার শরীর আমি কী পরব, আমার বিষয়'

Urfi cloth
১৯ মার্চ

'মাসাকালি' গানের কভারে কণ্ঠ দিলেন ইমন চক্রবর্তী, সঙ্গী হলেন নীলাঞ্জন

iman nilanjan marriage wedding
১৮ মার্চ

আগামী ২৪ মার্চ মুক্তি পাবে 'ভিড়'

Rajkumar Rao promotion
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৭ মার্চ

প্রায় এগারো বছর পর বলিউডে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে

Prosenjit Chatterjee
১৭ মার্চ

কলকাতায় এলে রসগোল্লা, নলেন গুড়ের আইসক্রিম থাকে শ্রেয়ার পছন্দের খাবারের তালিকায়

Shreya ghoshal diet
১৫ মার্চ

শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী

Dev Mamata
১৫ মার্চ

জান খানের সঙ্গে জুটি বেঁধে, দর্শকদের একটি মিষ্টি প্রেমের গান উপহার দিলেন তুলসী কুমার

Tulsi zaan
১৫ মার্চ

বর্তমানে জি ফাইভের সবচেয়ে চর্চিত এবং দৃশ্যমান ছবি 'লস্ট'

Shreya Ghosal new