৩ ডিসেম্বর, ২০২৪
বিনোদন

ফিরে দেখা ২০২২ : চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন যে সমস্ত তারকারা

বলিউড থেকে টলিউড, বিয়ের সানাই বেজেছে সর্বত্র

মৌনী রায় - বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Ray), শুধু বাংলার নয়, বরং সারা ভারতে জনপ্রিয়। তিনি 'নাগিন' ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মূলত খ্যাতি অর্জন করেন। ২০২২ এর জানুয়ারি মাসের ২৭ তারিখ তিনি তাঁর প্রিয়তম, সুরজ নাম্বিয়ার (Suraj Nambia) সঙ্গে বিবাহের যোগসূত্র বাঁধেন। প্রথম দর্শনেই তিনি প্রেমে পড়েন সুরজের।

ফারহান আখতার - বলিউডের এক সর্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব ফারহান আখতার (Farhan Akhtar)। প্রযোজনা, পরিচালনা এবং অভিনয়, সর্ব ক্ষেত্রেই তাঁর দক্ষতার সাক্ষী হয়েছেন দর্শক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্দেকারের (Shibani Dandekar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বেছে নিয়েছেন তাঁর সারা জীবনের 'সেনোরিটা'কে।

ভিক্রান্ত মেসি - সাত বছরের সম্পর্ক প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে। চলতি বছর, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন তাই শুভ কাজ সেরে নিলেন বলিউড অভিনেতা ভিক্রান্ত মেসি (Vikrant Massey)। চার হাত তাঁদের এক হল।

শ্রীতমা রায়চৌধুরী - প্রেম দিবসের দিন বিবাহ হিসেবে প্রেমকে পূর্ণতা দিয়েছেন টলিউডের এক অভিনেত্রীও। শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury) তাঁর দীর্ঘদিনের প্রেমিক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়ের (Deepanjan Gangopadhyay) সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি।

আলিয়া ভাট - চলতি বছর সাত পাকে ঘুরেছেন বলিউডের 'গাঙ্গুবাই' এবং বলিউডের 'বরফি'। বেশ কিছু বছরের প্রণয়ের পর আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) শুভ পরিণয় সম্পন্ন হয়েছে চলতি বছর এপ্রিলে। এমনকি নভেম্বরেই তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট 'রাহা'।

অঙ্কিতা চক্রবর্তী - অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অভিনেতা প্রান্তিক ব্যানার্জীর (Prantik Banerjee) সঙ্গে প্রেমের বন্ধনে লিপ্ত হন গত বছরে। এই বছরে দুজনে সিকিমের এক মনোরম পাহাড়ি পরিবেশে, ঘনিষ্ঠমহলকে সঙ্গে করে তাঁদের বিবাহ সম্পন্ন করেন।

আলী ফজল - দুজনে একসঙ্গে করেছিলেন 'ফুকরে' ছবিতে অভিনয়। তখন থেকেই প্রেম। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন বছর কয়েক আগেই। কিন্তু অতিমারী বাধ সাধে। অবশেষে গত অক্টোবরে আলী ফজল (Ali Fazal) এবং রিচা চড্ডার (Richa Chadha) শুভ পরিণয় সম্পন্ন হল।

পলক মুচ্ছল - 'আশিকি ২' ছবিতে প্রেমের রসায়নের অনুঘটক হয়েছিল মিথুন শর্মার (Mithoon Sharma) সুরে পলক মুচ্ছলের (Palak Muchhal) মিষ্টি কন্ঠ। বলা বাহুল্য, সেখানে তৈরি হয় তাঁদের মধ্যকার রসায়নও। গত নভেম্বরের তাঁরা চিরজীবনের সাথী হিসেবে একে ওপরের পানি গ্রহন করেন।

চিত্রাঙ্গদা চক্রবর্তী - অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty) তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তারপর অভিনয়। সম্প্রতি তিনি তাঁর প্রেমিক সম্বিত চ্যাটার্জীর (Sambit Chatterjee) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাঙালিয়ানা এবং রাজকীয় আমেজের মিশেলে সম্পন্ন হল তাঁদের বিবাহ।

অনিন্দিতা রায়চৌধুরী - এই মুহূর্তে তিনি টলিউডের এক স্তম্ভ। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর (Anindita Raychaudhury) খল চরিত্রে হোক, কিংবা স্নেহশীল মায়ের ভূমিকায় অভিনয়, দর্শকদের সকল ক্ষেত্রে মন জয় করে। বছরের শুরুতেই, ২৬ জানুয়ারি অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছিল তাঁদের বিবাহ বাসর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
২৮ সেপ্টেম্বর

গরম হোক বা শীত, বাচ্চার স্নান যেন না হয় বন্ধ

new born child
৪ সেপ্টেম্বর

জানুন সাধারণ এবং জনপ্রিয় মোদক বানানোর পদ্ধতি

Modak
৪ সেপ্টেম্বর

সোশ্যাল মিডিয়া জুড়ে স্রেফ অনন্যা পান্ডে

Ananya Shubman
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৪ আগস্ট

শুভ জন্মদিন রাহুল, টিম পরিদর্শকের তরফ থেকে রইল শুভেচ্ছা

Rahul Dey own
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
৮ আগস্ট

এখনও অদম্য নচিকেতা, নিমেষের মধ্যে ফুরিয়ে যাচ্ছে শো এর টিকিট

Nachiketa
২৪ জুলাই

মাত্র চব্বিশ বছর বয়সেই "মা" হয়েছিলেন সুস্মিতা সেন

Sushmita Sen daughter
৭ জুলাই

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

Rath Tollywood