অনেকেই বলেন সুন্দরী রমণী দেখলে নাকি বুক কেঁপে ওঠে! তবে এর বৈজ্ঞানিক যুক্তি না থাকলেও, স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘ নয় বছর এ সংক্রান্ত পরীক্ষা করার পর জানিয়েছিলেন, সুন্দরী মেয়েরা সামনে এলে নাকি ছেলেদের মানসিক চাপ বেড়ে যায় অনেকটাই। আবার অপরিচিত সুন্দরী মেয়েদের দেখলে এই মানসিক চাপ বৃদ্ধির প্রবনতা একটু বেশি। এ কথা নিয়ে হাসির খোরাকও কিছু কম হয়নি। হাসি থাক! বরং মানসিক চাপ একটু বৃদ্ধি করে না হয় জেনেই নিন, বিশ্বের পাঁচ সুন্দরীর কথা।
Meryem Uzerli
ইনি পেশায় অভিনেত্রী। তুর্কিতে সুন্দরীদের কথা উঠলেই একেবারে প্রথম স্থান দখল করে নেন ইনি।
Alinne Moraes
ইনি পেশায় অভিনেত্রী হলেও, ব্রাজিলের কন্যারূপে সর্বদা নিজেকে সামাজিক কাজে নিয়োজিত রাখতে ভালোবাসেন।
Louise Bourgoin
ইনি পেশায় ছোট পর্দার অর্থাৎ ধারাবাহিকের নায়িকা। জন্মগ্রহণ করেছেন ফ্রান্সে।
Priyanka Chopra
ভারতীয় অভিনেত্রীদের মধ্যে বহুজন সেরার শিরোপা পেলেও, বলিউড থেকে হলিউড সর্বক্ষেত্রেই পরিসংখ্যানে উঠে এসেছেন এই অভিনেত্রী।
Seeta Qasemi
ইনি আফগানিস্তানের গায়িকা। নিজেও গান লেখেন।
সুন্দরীদের তালিকা এই পাঁচেই শেষ নয়, বহু দেশ থেকে বহু রমনীরাই এই তালিকায় স্থান পেয়েছেন।