চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজনীতির রঙে রঙিন হয়েছেন একঝাঁক তারকারা, তা সে সবুজ হোক কিংবা গেরুয়া। তবে সদ্য রাজনীতিতে নেমেও টিকিট থেকে বঞ্চিত হননি তাঁরা। সেই মোতাবেক পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবারই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আরেক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
সাংবাদিক সম্মেলন করে তৃতীয় এবং চতুর্থ দফার ৬৩টি আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ এখনও পর্যন্ত ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর তাতেই বিশেষ চমক। প্রার্থী তালিকায় তৃণমূলের মতোনই নাম রয়েছে তারকাদের। ঘোষণা অনুযায়ী অভিনেতা যশ দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে চণ্ডীতলায়। পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার ভোটে দাঁড়াচ্ছেন বেহালা পূর্ব থেকে। তনুশ্রী চক্রবর্তী প্রার্থী হচ্ছেন হাওড়ার শ্যামপুর থেকে। অঞ্জনা বসুকে প্রার্থী করা হয়েছে সোনারপুর দক্ষিণ থেকে। অন্যদিকে বাবুল সুপ্রিয় ভোটে দাঁড়াবেন টলিগঞ্জ থেকে।
প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই তনুশ্রী চক্রবর্তী বলেন, “বিজেপি মানুষের উন্নয়নের কথা বলে। শ্যামপুরে আমার যাতায়াত রয়েছে। মানুষের পরিবারের অংশ হতে চলেছি। বাংলায় ক্ষমতায় আসা উচিত এমন একটি পার্টির, যাঁরা ব্যক্তিবিশেষের রাজনীতি করে না, মনুষ্যত্বের রাজনীতি করে।”
তবে এখনও এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি যশ এবং বাকি প্রার্থীদের। তবে রাজনৈতিক দলের পাশাপাশি টলিপাড়াতেও যে রাজনৈতিক তরজা তুমুলে তা বলার অপেক্ষা রাখে না।