শনিবার বাগদান পর্ব সারেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা (Patralekhaa Mitra)। কবে বিয়ে? এ বিষয়ে সে সময় কিছুই বলতে রাজি ছিলেন না অভিনেতা।
তবে আর গোপন রইল না কিছুই। দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখাকে (Patralekhaa Mitra) বিয়ে করতে চলেছেন রাজকুমার।
কবে? আজই! বলিউডে তুমুল শোরগোল আজই চণ্ডীগড়ে বিয়ে করছেন রাজকুমার এবং পত্রলেখা। এবার নিজেই সেই আমন্ত্রণ পত্র শেয়ার করলেন অভিনেতা।
জানা যাচ্ছে, চণ্ডীগড় বসবে তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। জুটির বিয়ের তোড়জোড়ের একটি ছবিও এখনও পর্যন্ত বাইরে আসেনি। তবে ভাইরাল বাগদান পর্বের ভিডিও।
নিউ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে রাজকুমার ও পত্রলেখার বাগদান সম্পন্ন হয়। প্রায় ১০ বছরের সম্পর্ক রাজকুমার-পত্রলেখার।