পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের ৭ তারিখ থেকেই শুরু হতে চলেছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festivals)। করোনার উর্ধ্বমুখী গ্রাফকে সঙ্গে নিয়ে বিধিনিষেধের বোঝা বয়ে, কোভিড বিধি মেনে ৭ জানুয়ারি থেকে সাত দিনের জন্য চলবে চলচ্চিত্র উৎসব। এক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্বপ্রাপ্ত প্রথম সারির এক ব্যক্তি। উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।
তবে করোনার চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে চলচ্চিত্র উৎসবের।
সূত্রের খবর, ৭ জানুয়ারি বিকেল চারটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হবে চলচ্চিত্র উৎসবের। উপস্থিত থাকতে পারেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, একই দফতরের সাধারণ সম্পাদক শান্তনু বসু, প্রচার কমিটির পক্ষ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। তবে এনারা সকলেই উপস্থিত থাকবেন কিনা, তা এখনও চূড়ান্ত নয়। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নাম এখনও ঘোষণা করা হয়নি।